ফাংশন চলাকালীন এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারে অন্য এক যুবক। অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েও ওই যুবককে চিকিৎসা দেওয়া যায়নি। প্রায় ৩০ মিনিট ধরে ঘুমন্ত স্বাস্থ্য কর্মীকে ডাকাডাকি করেও ঘুম ভাঙানো যায়নি বলে মারাত্মক অভিযোগ এনেছেন মৃত যুবকের পরিবার।
আরও পড়ুন-ভোররাতে ভয়ঙ্কর হামলা! ঘরে ঢুকে এলোপাথাড়ি কোপ সইফকে, কোথায় ছিলেন স্ত্রী করিনা? জানলে আঁতকে উঠবেন
advertisement
চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবার ও আত্মীয়রা। নলিকাটা অবস্থায় আধ ঘণ্টা ধরে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসক যথাসময়ে পৌঁছলেও অপারেশন থিয়েটার খোলা হয়নি। তখন ভেতরে ঘুমোচ্ছিলেন স্বাস্থ্য কর্মীরা। কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওয়ার্ডের ভেতরে যিনি দায়িত্বে ছিলেন, তিনি ঘুমাচ্ছিলেন।
মুমূর্ষু রোগী ওয়ার্ডের বাইরে ফেলে রেখে রীতিমতো ডাকাডাকি করতে থাকেন রোগীর আত্মীয়রা। অনেক চেঁচামিচির পরও ঘুম ভাঙ্গেনি ওয়ার্ড ইউনিটের স্বাস্থ্য কর্মীর। আধ ঘণ্টার পর যখন উঠলেন তখন সব শেষ। মৃত্যু হয় যুবক আজগর মল্লিকের। তাঁদের অভিযোগ, হাসপাতালের পরিষেবা দিন দিন খারাপ হতে হতে চরম জায়গায় পৌঁছাচ্ছে। ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে।