পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম পল্লব সরকার(৩২)। তাঁর বাড়ি ফারাক্কা থানার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের আকুরা গ্রামে। পেশায় রং মিস্ত্রি যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সুত্রে খবর, মঙ্গলবার রাতে সামসেরগঞ্জ ও ফরাক্কা থানার মধ্যবর্তী স্থান আকুরা সংলগ্ন ফিডার ক্যানেলের ধারে কালিপুজোর বাজি ফাটাতে মত্ত ছিলেন স্থানীয় বেশ কয়েকজন যুবক।
advertisement
আরও পড়ুন: আগামী ২৫ বছর রাজ্যে কী হতে চলেছে? বাঁকুড়ায় বিরাট ভবিষ্যৎবাণী করলেন মদন মিত্র
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই যুবকরা নিষিদ্ধ চকলেট বোম ফাটাচ্ছিলেন৷ কিন্তু একটি বোমের সলতেতে আগুন দিলেও সেটি প্রথমে ফাটেনি৷ কেন বাজি ফাটল না, এগিয়ে গিয়ে তা দেখতে যান পল্লব৷ তখনই আচমকা বোমাটি ফেটে যায়৷ বাজির আগুনে গলায় গুরুতর আঘাত লাগে পল্লবের৷ মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ ও ফরাক্কা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে সামশেরগঞ্জের তারাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ময়নাতদন্তে পাঠায় পুলিশ। শব্দবাজি ফাটাতে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের এত কড়া নজরদারি সত্ত্বেও কীভাবে ওই যুবকদের হাতে শব্দবাজি এলো, তা নিয়েও প্রশ্ন উঠছে৷