আরও পড়ুনঃ বাড়িতে ‘এই’ গাছ নেই তো? সাবধান! নিমেষে শেষ করে দিতে পারে প্রাণও! আজই সরান…
অথচ পুলিশ প্রশাসন-সহ সকলকে জানিয়ে এবং তাঁদের অনুমতি নিয়ে সে গোটা ভারত সাইকেলে ভ্রমণ করার জন্য রওনা দিয়েছিল, ভ্রমণ করতে করতে অন্ধ্রপ্রদেশে যাওয়ার পর এক অবসরপ্রাপ্ত সৈনিকের সঙ্গে তার আলাপ হয়। তার বাড়ির ভেতর থেকেই এরপরেই হঠাৎ এই তার সঙ্গে থাকা মোবাইল ফোন এবং সাইকেল চুরি হয়ে যায়। এরপর মাথায় আকাশ ভেঙে পড়ে তার। তবে এর থেকে বড় কথা ভারাক্রান্ত মন নিয়ে যখন স্থানীয় থানায় এসে অভিযোগ জানায়। তবে ওই অবসরপ্রাপ্ত সেনা তাঁকে একটি সাইকেল কিনে দেওয়ার কথা বললেও, তা সময় সাপেক্ষ। তা জেনে ভারাক্রান্ত মন নিয়েই লক্ষ্যে পৌঁছানোর আগেই তাকে ফিরে আসতে হল নিজের বাড়িতে। যদিও তার ভারত ভ্রমণে প্রায় অর্ধেক ১৬ হাজার কিলোমিটার পথ সাইকেল রাইড করে ছিলেন তিনি। কিন্তু সাইকেল চুরি হওয়ার পর কিছুটা ট্রেনে ভ্রমণ এবং শেষমেষ পায়ে হেঁটেই বাড়ি ফিরছেন ওই যুবক। নদিয়ার ফুলিয়ায় একটি রাইড সংস্থা তাঁকে পাশে থাকার আশ্বাস দিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কেজি কেজি কমবে ওজন…! খাওয়া শুরু করুন এই ‘ম্যাজিক’ সবজি! হু হু করে নামবে সুগার লেভেল! গলবে মেদ!
রাজীব জানান, “ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় বেড়ানো এবং সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করার ইচ্ছে বরাবর ছিল। সম্পূর্ণ যাত্রাটি আমি করেছিলাম ৪১৪ দিনের। বেশ কিছু জায়গা সম্পূর্ণ সাইকেলেই কভার করেছিলাম। যেমন উত্তরাখণ্ড, কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লী, রাজস্থান, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। মোট ১৭ টি রাজ্য মিলে আমি সাইকেল রাইট করেছি ১৬১৯২ কিলোমিটার। এরপর যখন হায়দারাবাদ থেকে তেলেঙ্গানা হয়ে ওড়িশায় আসতে গিয়ে অন্ধ্রপ্রদেশের কাছে এই দুর্ঘটনা। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সকলের আমার পাশে থেকেছে সেই কারণেই এই যাত্রা আমি সম্পূর্ণ করতে পেরেছি তবে কিছুদিন বাড়িতে থেকে আবারও একটা সাইকেলের ব্যবস্থা করে বেরোতে হবে মাস তিনেকের মধ্যেই।’’ যাওয়ার দিনের মতোই এলাকার মানুষের উচ্ছাস ধরা পরে রীতি মতন ব্যান্ড পার্টি বাজনা গলায় জয়মাল্য পরিয়ে সংবর্ধনা দিয়ে, বাড়ি ফেরাল তারা।
Mainak Debnath