পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কৃষ্ণনগরের দিক থেকে বাইকে চেপে তেহট্টের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি সাইকেল আরোহী সামনে চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি তাঁকে চাপা দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
advertisement
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহত যুবককে দ্রুত উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ঘাতক লরিটি পলাতক রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং লরিটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও এলাকায়।
উল্লেখ্য, দিনের পর দিন সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। প্রশাসনের সচেতনতা কর্মসূচি সত্ত্বেও দুর্ঘটনা আটকানো যাচ্ছে না। একটু অসাবধানতাই বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। ওই যুবক হেলমেট পরিহিত থাকলেও শেষরক্ষা হয়নি। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে ট্রাফিক আইন মেনে, সর্বদা সতর্ক থেকে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।





