আরও পড়ুন: কবিগুরুর নামে ব্যাকটেরিয়ার নামকরণ, সঙ্গে জুড়ল পুত্র রথীন্দ্রনাথের অবদান
টাকি রোডের উপর মধ্যমপুর স্কুল মাঠের সামনে পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থিত একটি পিকনিক স্পটে কাজ করত মৃত যুবক। কাজ সেরে গভীর রাতে বাড়ি ফিরছিল। মৃত হাসানুর গাজির বাইকে আরও এক সহকর্মী ছিল। হঠাৎই সামনের দিক থেকে একটি পিকআপ ভ্যান এসে ধাক্কা মারে।
advertisement
ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসানুরের। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আছে তার সহকর্মী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর এলাকাবাসী ফোন করে পুলিশকে খবর দেয়। বসিরহাট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশমার্গে পাঠিয়েছে। মৃত যুবকের বাড়ি শাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকায়। এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জুলফিকার মোল্লা