দেড় মাস ধরে নিখোঁজ ছিলেন যুবক! শ্বশুরবাড়িতে খুন করে গভীর নলকূপে দেহ লোপাটের অভিযোগ। গ্রেফতার যুবকের স্ত্রী ,শ্বশুর, শ্যালক ও ভায়রাভাই। এমনই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকার ।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! শনির বিরাট চালে ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, উপচে পড়বে টাকা-ব্যাঙ্ক ব্যালেন্স, দিনে দ্বিগুণ রাতে চারগুণ উন্নতি! খুলবে পোড়া কপাল
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে নিখোঁজ হয় চন্ডিতলা থানার মশাট এলাকার বাসিন্দা রবীন রুই দাস। বেশ কিছুদিন ধরে জাঙ্গিপাড়ার কানাইপুরে শ্বশুর বাড়িতে বসবাস করছিল রবীন। দেড় মাস আগে শ্বশুরবাড়ি থেকেই নিখোঁজ হন । নিখোঁজের অভিযোগ হয় জাঙ্গিপাড়া থানায় পুলিশ ঘটনার তদন্তে নেমে জানাতে পারে বিরাজকে খুন করা হয়েছে। খুনের সঙ্গে যুক্ত তার স্ত্রী অপর্ণা রুইদাস। পুলিশি তদন্তে উঠে আসে খুনের পর দেহ লোপাটের তথ্য। কানাইপুর এলাকার কৃষি জমিতে সেচের জন্য বসানো আছে গভীর নলকূপ। সেই নলকূপের গর্তে দেহ ফেলে লোপাট করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। তদন্ত এগিয়ে নিয়ে যেতে আজ সকালে ওই এলাকা ঘিরে রাখে পুলিশ।
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে গ্রহরাজ সূর্যের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৫ রাশির কপালে ‘জ্যাকপট’, ভাসবেন টাকার সাগরে, যা ছোঁবেন তাই সোনা
পুলিশ সূত্রে খবর যুবক তার স্ত্রীকে বিয়ের পর থেকে শারীরিক অত্যাচার করত। স্ত্রী বাপের বাড়ি চলে যায়। সেখানে গিয়েও চলত অত্যাচার। সম্ভবত সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে রবীনকে খুন করে তার শ্বশুরবাড়ির লোকজন।
মৃতের ভাই জাঙ্গিপাড়া থানার অভিযোগ দায়ের করেন। তারপরই আজ চারজনকে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে পেশ করে চার দিন পুলিশ হেফাজতে নেয় জাঙ্গিপাড়া থানার পুলিশ। ধৃতদের নিয়ে দেহ উদ্ধারের চেষ্টা করা চেষ্টা চালায় পুলিশ। এদিন রাত পর্যন্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহের খোঁজ চলছে বলে জানান পুলিশ কর্তারা। দেহ পাওয়া গেলে দেহাংশ গুলিকে নিয়ে ময়নাতদন্তে পাঠানো হবে। বিশেষ সূত্রের খবর, নলকূপের ভেতর থেকে যে দেহের খোঁজ চলছে সে দেহ প্রায় কঙ্কালসার। সেই কঙ্কালসার দেহ ডিএনএ টেস্টের জন্য ফরেন্সিকে পাঠানো হবে।
রাহী হালদার






