পুলিশ সূত্রে খবর, বুধবার গোপন সূত্রে তাদের কাছে খবর আসে জারগো গ্রামে একটি যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। এদিকে ঝালদা থানার টহলদারি ভ্যানেরও নজরে পড়ে ওই যুবকটি। পুলিশ তার সঙ্গে কথা বলতে চাইলে সে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তার পিছু ধাওয়া করেন পুলিশ কর্মীরা। বেশ কিছু দূর তাড়া করার পর ওই যুবককে পাকড়াও করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: বক্সার জঙ্গলে শেষে এই পরিণতি! মহিলার রহস্য মৃ*ত্যু*তে একাধিক প্রশ্ন
জানা গিয়েছে, রমেশ পরামানিক নামে ধৃত ওই যুবকের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ঝালদা থানা। বৃহস্পতিবার ধৃত রমেশ পরামানিককে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: নার্স ইনজেকশন দিতে যেতেই স্যালাইনের নল খুলে পালিয়ে গেল রোগী! তুলকালাম বক্সিরহাটে
এদিকে ধৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা এও গিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে পুরনো কোনও ক্রিমিনাল রেকর্ড নেই। কিন্তু কীভাবে তার কাছে এমন একটি ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র এল এবং কেনই বা সে সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তা মোটেও পরিষ্কার নয়। তদন্ত করে গোটাটাই জানার চেষ্টা চলছে।