ঘটনাটি বুধবার রাতের। সূত্রের খবর সংকেত চট্টোপাধ্য়ায় নামে ওই যুবক নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায় তাঁর লিভ-ইন পার্টনারের সঙ্গে থাকতেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যাচ্ছে, সেদিন রাতে নিজেদের মধ্যে একটি অশান্তি হয়। রাগ করে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যান। এরপরে রাস্তায় কয়েকজন যুবক ওই তরুণীকে ইভটিজিং করে বলে অভিযোগ। সেই সময় তার প্রতিবাদ করলে বেধড়ক মারধর করা হয় বলে যুবককে। বাঁশ দিয়ে কয়েকজন যুবক পিটিয়ে মারে বলে অভিযোগ। এনআরএস হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। শোকে ভেঙে পড়েছে যুবকের পরিবার।
advertisement
আরও পড়ুন– বন্ধ সব ভিসা, সিন্ধু জলচুক্তি স্থগিত, ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ !
ইভটিজিং বা শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হয়েছিল সুটিয়ার বরুণ বিশ্বাস এবং বারাসতের রাজীব দাসকে। আবারও সেই একই ঘটনা। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের খোঁজ চলছে।