মৃতের নাম আমির হোসেন ওরফে শেখ সাহেব(১৯)। তিনি বর্ধমান শহরের রাজ কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পরকীয়ার জেরে ওই কলেজ ছাত্র আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর ধারণা পুলিশের। রবিবার ভোরে ঘরে সিলিং ফ্যানের হুকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন।
আরও পড়ুন: নন্দীগ্রামে বোঝাপড়া করেছিলেন শুভেন্দু? বিধানসভায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা
advertisement
পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন মৃতের দাদা শেখ সাহাদত।তাঁর অভিযোগ, আমিরের সঙ্গে কেনেবানু খাতুন নামে স্থানীয় এক বিবাহিত মহিলার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায়ই তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিত ওই বধূ। তাকে নানাভাবে ব্ল্যাকমেলিং করতে শুরু করে। এমনকী ওই বধূ তাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছিল। তার জেরেই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ। সাহাদতের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। প্রতিবেশী ওই গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৪ ফেব্রুয়ারি ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।