লিখিত অভিযোগ জমা না পড়লেও সোশ্যাল মিডিয়া পেজের ওপর নজরদারি চালিয়ে এই অভিযুক্ত যুবকের পরিচয় খোঁজা শুরু করে পুলিশ | সোশ্যাল মিডিয়ার আইপি অ্যাড্রেস খুঁজে যুবকের হদিশ পায় পুলিশ| এরপর নিশ্চিন্দা থানার পুলিশ বালি এলাকা থেকে যুবককে আটক করে৷ পরে জিজ্ঞাসাবাদের পর যুবক নিঃশর্তে ক্ষমা চায় থানায়৷ এর পাশাপাশি এই ধরণের কোনও গুজব আর ছড়াবে না বলে মুচলেকা দিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে সবার কাছে মিথ্যে গুজব ছড়ানোর জন্যে প্রকাশ্যে ক্ষমা চেয়ে লিখিত বয়ান পোস্ট করে৷ এছাড়া ভিডিও করে পোস্ট করে পুরো বিষয়টি৷ তারপর সে মুক্তি পায় |
advertisement
পাশাপাশি আগের বিভ্রান্তিমূলক পোস্টটি মুছেও দেয় সে | পুলিশ জানায়, ভুল স্বীকার করে অভিযুক্ত ক্ষমা চেয়েছে আমাদের কাছে, মুচলেকাও দিয়েছে৷ তাই শিক্ষিত যুবকের ভবিষ্যতের কথা চিন্তা করেই তার বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা রুজু করা হয়নি৷ তবে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানো নিয়ে সজাগ রয়েছে পুলিশ৷ সেই কারণেই সোশ্যাল মেডিয়াগুলিতেও নজরদারি চালানো হচ্ছে |
Debasish Chakraborty