এদিকে শুক্রবার ‘ড্রাই ডে’ কিনা তা নিয়ে অনেকের মনে রয়েছে প্রশ্ন। কিন্তু ওইদিন নিয়ম হচ্ছে, সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দোকান।
অনেকেই সেজন্য আগে থেকেই স্টক করতে শুরু করেছেন। কিন্তু পরিসংখ্যান বলছে, গত বছর হাফ বেলাতেই যা বিক্রি হয়েছিল, তাতেই রেকর্ড হয়। এবছর তার থেকে বেশি বিক্রি হবে বলে মনে করছেন অনেকেই।
advertisement
আরও পড়ুন- দিঘায় বর্জ্য থেকে তৈরি হবে সার, ২৫ লক্ষের মেশিন কিনছে পর্ষদ
আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে চার দিন সম্পূর্ণ ড্রাই ডে। ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে, ১৫ অগস্ট স্বাধীনতা দিবস, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ও মহরমের দশম দিন মদের দোকান পুরো বন্ধ থাকে। তবে দোলে পুরো দিন দোকান বন্ধ থাকবে না।
আরও পড়ুন- দোলযাত্রায় বন্ধ থাকবে এই ভেসেল সার্ভিস… যাওয়ার আগে জেনে নিন
এদিকে দোকান খোলা থাকবে নাকি বন্ধ, তা নিয়ে দোলাচলে সুরাপ্রেমীরা। তারা দোলের আগে থেকেই সেজন্য স্টকে রাখতে চাইছেন। আর সেই কারণে আজ ভিড় বেড়েছে মদ দোকানগুলিতে। তবে দোলের দিন মদ কিনতে হলে অপেক্ষা করতে হবে বেশ কিছুটা সময়।
নবাব মল্লিক