বোলপুর শান্তিনিকেতনের কলাভবনে রাখা হয়েছে একটি সিক্রেট বক্স। যে বক্সে আপনি আপনার পছন্দের প্রিয় মানুষের জন্য রেখে দিতে পারবেন নিজের হাতে লেখা প্রেম পত্র। অনেকদিন ধরে ভাললাগে আপনার, ওঁকে? তবে ভয় অথবা বন্ধুত্ব খারাপ হয়ে যাওয়ার চিন্তায় বলতে পারছিলেন না? তাদের জন্যই এই সিক্রেট বক্সের আয়োজন।
advertisement
সারাদিন সেই প্রেম পত্র জমা হওয়ার পর (সিক্রেট বক্সে) সন্ধ্যায় একে একে সেই প্রেম পত্র সবার সামনে পড়ে শোনান হয়। তবে এই বক্স এর একটি চমক রয়েছে। এই সিক্রেট বক্সের সেই চমক হলও এখানে আপনার লেখা প্রেম পত্র একদম সিক্রেট থাকবে। কেও জানতে পারবে কার জন্য লিখেছেন সেই প্রেম পত্র। আপনার হাতের লেখার ধরন অথবা লেখনীয় ভাষাগত শব্দ শুনে আপনার হবু জীবন সঙ্গী অথবা সঙ্গীনি নাম বুঝতে পারলেই বাজিমাত। এই সিক্রেট বক্স এর মাধ্যেমে ভালবাসা দিবস পালন অবশ্য ছাত্র ছাত্রীরা বেশ মজার ছলেই নিয়েছেন।
বিশ্বভারতীর পড়ুয়ারা জানাচ্ছেন, “কত কথা বলব ভেবেও বলা হয়ে ওঠে না নিজের প্রিয় মানুষকে, তাদের জন্য এটা বেশ মজার একটা খেলা।” পরের বছর আপনিও আপনার স্কুল কলেজ অথবা অফিসের বন্ধু বান্ধবদের নিয়ে এমন সিক্রেট বক্স ভ্যালেন্টাইনস ডে-এর প্ল্যান করে ফেলতেই পারেন। খুব একটা মন্দ হবে না! একটা দিন আনন্দ উল্লাসে কাটিয়ে ফেলতে পারবেন।
সৌভিক রায়