TRENDING:

Love: প্রেমিক-প্রেমিকার সিক্রেট প্রেম নিবেদন! এ এক আজব খেলা...! জানলে শিহরিত হবেন

Last Updated:

Love: প্রেমিক প্রেমিকার একে অপরের জন্য প্রেম প্রকাশের দিন এই ১৪ ফেব্রুয়ারি। এই দিন এক নতুন অনুভূতির দিন, ভালোবাসার ডানায় ভর করে ভেসে যাওয়ার দিন। এই দিনে প্রিয়জনের সঙ্গে ভালবাসার জোয়ারে ভেসে যায় মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: শুক্রবার ছিল ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালবাসা দিবস। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সবে পেরিয়ে এসেছি। সরস্বতী পুজোয় শীতের আমেজ একটু হলেও ছিল। তবে ‘এ বার বসন্ত জাগ্রত দ্বারে’, সঙ্গে মনও ফুরফুরে। প্রেমিক প্রেমিকার একে অপরের জন্য প্রেম প্রকাশের দিন এই ১৪ ফেব্রুয়ারি। এই দিন এক নতুন অনুভূতির দিন, ভালোবাসার ডানায় ভর করে ভেসে যাওয়ার দিন। এই দিনে প্রিয়জনের সঙ্গে ভালবাসার জোয়ারে ভেসে যায় মানুষ। বিশ্ব ভালবাসা দিবসে ভালবাসার রঙে রঙিন হয়ে উঠেছিল কবিগুরুর লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন।
advertisement

বোলপুর শান্তিনিকেতনের কলাভবনে রাখা হয়েছে একটি সিক্রেট বক্স। যে বক্সে আপনি আপনার পছন্দের প্রিয় মানুষের জন্য রেখে দিতে পারবেন নিজের হাতে লেখা প্রেম পত্র। অনেকদিন ধরে ভাললাগে আপনার, ওঁকে? তবে ভয় অথবা বন্ধুত্ব খারাপ হয়ে যাওয়ার চিন্তায় বলতে পারছিলেন না? তাদের জন্যই এই সিক্রেট বক্সের আয়োজন।

আরও পড়ুনঃ ঘন কুয়াশার সঙ্গে ঘ্যানঘ্যানে বৃষ্টি! ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ, ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ? আবহাওয়ার বড় আপডেট

advertisement

সারাদিন সেই প্রেম পত্র জমা হওয়ার পর (সিক্রেট বক্সে) সন্ধ্যায় একে একে সেই প্রেম পত্র সবার সামনে পড়ে শোনান হয়। তবে এই বক্স এর একটি চমক রয়েছে। এই সিক্রেট বক্সের সেই চমক হলও এখানে আপনার লেখা প্রেম পত্র একদম সিক্রেট থাকবে। কেও জানতে পারবে কার জন্য লিখেছেন সেই প্রেম পত্র। আপনার হাতের লেখার ধরন অথবা লেখনীয় ভাষাগত শব্দ শুনে আপনার হবু জীবন সঙ্গী অথবা সঙ্গীনি নাম বুঝতে পারলেই বাজিমাত। এই সিক্রেট বক্স এর মাধ্যেমে ভালবাসা দিবস পালন অবশ্য ছাত্র ছাত্রীরা বেশ মজার ছলেই নিয়েছেন।

advertisement

View More

বিশ্বভারতীর পড়ুয়ারা জানাচ্ছেন, “কত কথা বলব ভেবেও বলা হয়ে ওঠে না নিজের প্রিয় মানুষকে, তাদের জন্য এটা বেশ মজার একটা খেলা।” পরের বছর আপনিও আপনার স্কুল কলেজ অথবা অফিসের বন্ধু বান্ধবদের নিয়ে এমন সিক্রেট বক্স ভ্যালেন্টাইনস ডে-এর প্ল্যান করে ফেলতেই পারেন। খুব একটা মন্দ হবে না! একটা দিন আনন্দ উল্লাসে কাটিয়ে ফেলতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Love: প্রেমিক-প্রেমিকার সিক্রেট প্রেম নিবেদন! এ এক আজব খেলা...! জানলে শিহরিত হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল