বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌর শহরের চক মার্কেটের একেবারে মাছ বাজারে বাড়ি এই শিল্পা সূত্রধরের।তিনি ২০২৩ সাল থেকে এই পট শিল্পের মধ্যে দশ অবতার তাসের ছবি রাখির মধ্যে ফুটিয়ে তুলছেন। ২০২৩ এ ৫০ টারও বেশি রাখি বানিয়েছিলেন তিনি এবং ২০২৪ এ ১০০ পিসের মত রাখি বানিয়েছিলেন তিনি। এই বছর বিশেষ কাজের চাপে তিনি সেইভাবে রাখি না বানাতে পারলেও বেশ কিছু রাখি তিনি বানাচ্ছেন যত্ন করে।
advertisement
বাঁকুড়ার এই শিল্পা সূত্রধরের হাত দিয়ে বানান দশ অবতার তাসের রাখি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দিয়েছে। তবে এই বছর তা আর হচ্ছে না।বিশেষ করে বিষ্ণুপুরের প্রশাসনিক কর্তাদের হাতে রাখি বাঁধবেন বলে শখ করে এই রাখি গুলি তিনি বানাচ্ছেন। এবং বিষ্ণুর দশ অবতার তাসকে ধরে রাখার জন্যই এই রাখিতে ব্যবহার করেছেন শিল্পা। এই রাখি বানানোর জন্য সুতির কাপড়কে তেঁতুল বীজের আঠা দিয়ে সাতটা লেয়ার দিতে হয়। তারপর সেটাকে রোদে শুকিয়ে খড়িমাটির প্রলেপ দিতে হয় । আবার সেটাকে রোদে শুকিয়ে সেটা প্লেট বা মোটা কাগজের মত তৈরি হয়। যেটা কোনও মতে ছেঁড়া যাবে না।
এরপর সেটার উপরে কোয়েলের থেকে একটু বড় সাইজ করে গোল আকৃতিতে কাটা হয়, তারপর সেটার উপরে শ্রী বিষ্ণুর দশ অবতারের পট চিত্র বানান হয়, তারপর সেটাকে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে সাজিয়ে তোলা হয়। এভাবেই দশ অবতার তাসের রাখি বানাচ্ছেন শিল্পা সূত্রধর।
অনিকেত বাউরী