এবিষয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশের আরামবাগ থানার পক্ষ থেকে করা হল সাইবার সচেতনতা মূলক পদযাত্রা। পদযাত্রায় অংশগ্রহণ করেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ একাধিক পুলিশ অধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা। মূলত,সাধারণ মানুষ কোনো সমস্যায় পড়লে, কোনো রকম প্রতারণার শিকার হলে তারা ই-জিডির মাধ্যমে বাড়িতে বসেই থানায় অভিযোগ জানাতে পারবেন।
advertisement
অনলাইন ই-জিডির মাধ্যমে অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে একটি লিঙ্ক। লিঙ্কের মাধ্যমে কেউ অভিযোগ জানাতে না পারলে তাঁদের জন্য কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে। এতে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে বলে মনে করছেন আরামবাগ এসডিপিও। এই বিষয়ে মানুষকে জানাতে এদিন আরামবাগ থানার পক্ষ থেকে একটি পদযাত্রাও করা হয়।
আরও পড়ুনঃ Murshidabad News: বাড়িতে চুরি ও মাকে খুনের চেষ্টা! গুণধর ছেলের হল কী পরিণতি? জানলে অবাক হবেন
আরামবাগ থানার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান,তাদের এই উদ্যোগ নাগরিক পরিষেবাকে উন্নত করার জন্য। যাতে প্রতিটা নাগরিক পুলিশি সহায়তায় পায় সেই কারণেই তারা ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনেক সময় দেখা যায় দূরত্বের কারণে অনেকে পুলিশ থানায় আসতে পারেন না বা অন্যান্য অনেক অসুবিধা থাকে থানায় আসার ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা বাড়িতে বসেই পুলিশের কাছে যেকোনো ধরনের অভিযোগ জানাতে পারবেন এই পরিষেবার মাধ্যমে।
রাহী হালদার