বর্ধমান শহরের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্রী গৌতমী দাস এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তার হাত ধরে জোড়া স্বর্ণপদক এসেছে পূর্ব বর্ধমান জেলায়। জেলার নাম উজ্জ্বল করা প্রসঙ্গে গৌতমী জানিয়েছে, বহু কষ্ট এবং পরিশ্রম করে আমি এই সাফল্য পেয়েছি। আমার খুবই ভাল লাগছে। আগামী দিনেও ভাল ফলাফলের চেষ্টা করব।
আরও পড়ুন: পরিবারের অর্থনৈতিক হাল ফেরাচ্ছে গ্রামের মহিলারা, প্রতি মাসে আয় করছেন বিপুল টাকা
advertisement
পাটনার রাজেন্দ্র নগরীতে স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের মোট ৫৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। এছাড়াও অন্যান্য রাজ্য থেকেও একাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। পশ্চিমবঙ্গের হয়ে এই প্রতিযোগিতায় কোচ ছিলেন স্বপ্না পাল।
প্রতিযোগিতা শেষে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বপ্না পাল জানান, এই প্রতিযোগিতায় রাজ্যের সার্বিক ফলাফল ভীষণ ভাল হয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার প্রতিযোগীরা মোট তিনটি স্বর্ণপদক এবং একটি রূপো জিতেছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, সত্যিই আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। সকলের মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।
বনোয়ারীলাল চৌধুরী