TRENDING:

World Environment Day: এবার আওয়াজ তুলল যুবসমাজ, বিশ্ব পরিবেশ দিবসে সামনে এল তাদের দাবি

Last Updated:

World Environment Day: বাঁকুড়াতে শুরু হয়েছে কর্পোরেট কালচার। যার জন্য গাছ কেটে তৈরি হচ্ছে কংক্রিটের জঙ্গল। এছাড়াও বাঁকুড়ার দুই মুখ্য নদী গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর সংস্কারের দাবি তোলা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন বিশেষ দাবি তুলল বাঁকুড়ার যুবসমাজ। তীব্র গরম, জল কষ্ট মানুষ সতর্ক কিনা সেই প্রশ্ন তুললেন তাঁরা। নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে ইতিমধ্যেই। পরিবর্তন হয়েছেন সাংসদ। এই বছর বাঁকুড়ায় তীব্র গরমের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সরকারের কী কী করণীয় তা নিয়েও প্রশ্ন উঠছে।
advertisement

সেসব উত্তর জানতেই বেছে নেওয়া হল বাঁকুড়া শহরের ব্যস্ততম এলাকা মাচানতলা। ইতিমধ্যেই তখন সেখানে পৌঁছেছে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সচেতনতা মূলক র‍্যালি। যোগদান করেছেন একাধিক যুবক যুবতী। উঠে এসেছে একাধিক দাবি দাওয়া। খরা প্রবণ এলাকা বাঁকুড়া। এই বাঁকুড়াতে শুরু হয়েছে কর্পোরেট কালচার। যার জন্য গাছ কেটে তৈরি হচ্ছে কংক্রিটের জঙ্গল। এছাড়াও বাঁকুড়ার দুই মুখ্য নদী গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর। সেই নদীও সংস্কার করার দাবি তুলছে যুব সমাজ।

advertisement

আর‌ও পড়ুন: ফলহারিণী অমাবস্যায় পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা, তারাপীঠের কেউই এদিন ফল খান না

বাঁকুড়ার ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির যুব সমাজের দাবি পরিবেশ রক্ষার জন্য যে আইন গুলি রয়েছে সেগুলি কর্পোরেট শৃঙ্খলার কারণে শিথিল হয়ে যাচ্ছে। এছাড়াও যেখানে সেখানে তৈরি হয়েছে কল-কারখানা। সেই কলকারখানাগুলি থেকে হচ্ছে পরিবেশ দূষণ। বাঁকুড়া শহরের কিছুদূর অন্তর অন্তর ডাস্টবিন রাখার দাবি জানিয়েছে এই সোসাইটির যুবসমাজ। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সদ্য সাংসদ নির্বাচিত হয়েছেন অরূপ চক্রবর্তী। যদিও সরাসরি সরকারের কাছে না গিয়ে মানুষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাঁকুড়ায় পরিবেশের উন্নতি আনতে চাইছে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি।

advertisement

View More

প্রতিবছর রেকর্ড তাপমাত্রা বাড়ছে বাঁকুড়া জেলায়। এই বছর গোটা বিশ্বের সপ্তম উষ্ণতম স্থান ছিল বাঁকুড়া। তাপমাত্রার সঙ্গে বেড়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ বায়ুর গুণগতমান। এইসব বড় সমস্যাগুলির অন্যতম সমাধান পরিবেশ সচেতনতা। সে কারণেই বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ কর্মসূচি পালিত হল এদিন।

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
World Environment Day: এবার আওয়াজ তুলল যুবসমাজ, বিশ্ব পরিবেশ দিবসে সামনে এল তাদের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল