দক্ষিণ ২৪ পরগনার কুলতলী মৈপিঠ উপকূল থানার অন্তর্গত গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে চৌরঙ্গীতে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে ও শিক্ষকদের নিয়োগ এবং এলাকার নাগরিকদের নিয়ে পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়ার জন্য প্রায় এক কিলোমিটার সচেতনতা যাত্রা করা হয়। এর পাশাপাশি বৈদিক মন্ত্র উচ্চারণ করে এবং কেক কেটে গাছের জন্মদিন পালন করা হয়।
advertisement
আরও পড়ুন: এলাকায় বসল নতুন ধরনের এটিএম! টাকার বদলে বেরচ্ছে কি সব! ভিড় জমাচ্ছেন বাসিন্দারা
এ বিষয়ে প্রবীর মিশ্র নামে এক সমাজ কর্মী জানান, “গত এক বছর আগে একটি গাছ আমরা লাগিয়েছিলাম। গাছটিকে শিশুর মত পরিচর্যা করে বড় করেছি আমরা এবং আজ তার জন্মদিন উদযাপন করা হচ্ছে। এর পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এলাকাবাসীদের রক্ষা করার জন্য এলাকায় শিশুদের বড় এলাকাবাসীদের চারা গাছ বিতরণ করা হয়। শুধু গাছ লাগালে হবে না গাছটিকে শিশুর মতন পরিচর্যা করে লালন-পালন করে বড় করে তুলতে হবে। এছাড়াও প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকার সমস্ত স্তরের মানুষদের আমরা সচেতন করার চেষ্টা করছি। সবুজ পরিবেশ গঠন করার জন্য বদ্ধপরিকর আমরা এলাকার মানুষও এগিয়ে আসুক।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে বৈকুন্ঠপুর শিশু শিক্ষা কেন্দ্রের একজন কর্মকর্তা মীনাঙ্ক মৌলিক দাস জানান, “আগামীকালের দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে এবং পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য আমাদের বিদ্যালয় আনুমানিক শতাধিক পড়ুয়াদের নিয়ে আমরা এলাকায় সচেতন মূলক বার্তা প্রেরণ করি। এর পাশাপাশি পড়ুয়াদের হাতে আমরা চারা গাছ তুলে দিই। আগামী দিনের দূষণমুক্ত পরিবেশ করার লক্ষ্যে সাধারণ মানুষ এবং সর্বস্তরের মানুষ যাতে এগিয়ে আসে সেদিকেই আমাদের আশা রয়েছে।”
সুমন সাহা