হাওড়া ও কলকাতার সাইকেল আরোহীরা মিলিত হয় কলকাতা ময়দান। এই সাইকেল র্যালিরতে ছিলেন এভারেস্ট জয়ী দুই পর্বত আরোহী দেবাশীষ বিশ্বাস ও মলয় মুখার্জি, সাইকেলপ্রেমী পার্থ প্রতিম হাজরা ও দেবাশীষ চক্রবর্তী ও অন্যান্যরা। এই বিশেষ দিনে হাওড়া, কলকাতার একদল সাইকেলপ্রেমী ঐক্যবদ্ধ হল। হাওড়ার ডুমুরজোলা থেকে নেতাজী সুভাষ রোড, মল্লিক ফটক হাওড়া ব্রিজ হয়ে এমজি রোড হয়ে। ভিক্টরিয়া পৌঁছয় সেখান থেকে হয়ে আবার হাওড়া ডুমুরজলা পৌঁছে শেষ হয় র্যালি।
advertisement
বর্তমান সময়ে যখন পরিবেশে হু হু করে দূষণের মাত্রা বাড়ছে। মানুষ দূষণ সম্পর্কে অবগত হলেও নানা কারণে দূষণের মাত্রা বাড়িয়ে তুলছে। পরিবেশ দূষণের অন্যতম কারণ ব্যাপক হারে পেট্রোল ডিজেল বা গ্যাস চালিত যানবাহন ব্যবহার অতিমাত্রায়। যদিও দূষণ কমাতে বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের উপর জোর দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে ইলেকট্রিক বাহন ব্যবহারের মাত্র খুব বেশি দেখা যায়নি। পরিবেশ দূষণ রক্ষার পক্ষে ইলেকট্রিক যান বা সাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেদিক গুরুত্ব দিয়েই পরিবেশ দূষণ রক্ষাকারী যান সাইকেল ব্যবহারের বার্তা। বর্তমান গতির যুগে ট্রেস রিলিফ করতে বাইসাইকেলের প্যাডেলে পা দিন। বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের। কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন সাইকেলপ্রেমীদের।
রাকেশ মাইতি