TRENDING:

Rajarhat News: রাজারহাটে নির্মীয়মাণ আবাসনে ২ শ্রমিকের উপর ধসে পড়ল মাটি! ১ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ দ্বিতীয় জন

Last Updated:

Rajarhat News:বেসরকারি বহুতল আবাসন নির্মাণের কাজ চলছে। সেখানেই এদিন হঠাৎ ঘটে চরম বিপত্তি। আচমকা মাটি চাপা পড়ে নিখোঁজ হয়ে যান দু’জন শ্রমিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্রনারায়ণ রায়, উওর ২৪ পরগনা: রাজারহাটে বহুতল আবাসন নির্মাণের কাজ চলাকালীন বৃহস্পতিবার মাটি চাপা পড়েন দুই নির্মাণকর্মী। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, রাজারহাটের নাঙ্গলপোতা এলাকায় ২১১ মেইন রোডের পাশে একটি বেসরকারি বহুতল আবাসন নির্মাণের কাজ চলছে। সেখানেই এদিন হঠাৎ ঘটে চরম বিপত্তি। আচমকা মাটি চাপা পড়ে নিখোঁজ হয়ে যান দু’জন শ্রমিক।
দুর্ঘটনাস্থল
দুর্ঘটনাস্থল
advertisement

পুলিশ সূত্রে খবর, তাঁদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকাল থেকে মাটি খোঁড়ার কাজ করছিলেন তাঁরা। দুপুরে আচমকাই পাশের মাটি ধস নেমে চাপা পড়েন ওই দুই শ্রমিক। ঘটনার পরপরই বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নামেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মাণকাজের অন্যান্য শ্রমিকের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়েন নিখোঁজদের পরিবারের লোকজনও ।

advertisement

আরও পড়ুন: ভাতের পাশে জাস্ট ১ বাটি এঁচোড়! অর্শে আরাম! নিপাত যাবে ব্লাড সুগার! খারাপ কোলেস্টেরল কমিয়ে সুপারফিট হার্ট!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ওই দুই শ্রমিকের নাম শ্যাম মণ্ডল ও অভিজিৎ মণ্ডল। তাঁরা ভাঙ্গরের সর্বমঙ্গলাপুর এলাকার বাসিন্দা। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে শ্যামকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেই জানায় দমকল আধিকারিক ও রাজারহাট থানার পুলিশ। আর একজন শ্রমিকের খোঁজে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rajarhat News: রাজারহাটে নির্মীয়মাণ আবাসনে ২ শ্রমিকের উপর ধসে পড়ল মাটি! ১ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ দ্বিতীয় জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল