TRENDING:

Bankura News: এই গ্রামে এলে পাবেন কাঠের তৈরি দুর্দান্ত সব জিনিস, দাম নাগালের মধ্যেই

Last Updated:

কেঞ্জাকুড়া গ্রামের কাঠ শিল্পীদের অন্যতম হলেন সাধন কর্মকার। গ্রামে ২৪ জন কাঠের শিল্পী রয়েছেন। মাত্র দু'জন কাঠ শিল্পী সুযোগ পেয়েছিলেন সরকারিভাবে বাইরে গিয়ে কাজ শিখে আসার। তাঁদের মধ্যে একজন হলেন সাধন কর্মকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: কেঞ্জাকুড়া গ্রামের কাঠ শিল্পের সুনাম প্রচুর। এই ঐতিহ্যবাহী শিল্প যথেষ্ট মুগ্ধ করে সাধারণ মানুষকে। কেঞ্জাকুড়া গ্রামের কাঠ শিল্প পৌঁছে গেছে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গোটা দেশে। বাঁকুড়ার এই ছোট্ট কেঞ্জাকুড়া গ্রাম এছাড়াও বিখ্যাত তার অতিকায় জিলিপি, মুড়ির মেলা এবং কাঁসা শিল্পের জন্য। তবে এখন এখানকার কাঠ শিল্পেরও প্রসার ঘটেছে যথেষ্ট।
advertisement

আরও পড়ুন: হঠাৎ আগুনে পুড়ে গেল পরপর দুটি বাড়ি, কান্নায় ভেঙে পড়ল পরিবার

বাঁকুড়ার বিখ্যাত কেঞ্জাকুড়া গ্রামের কাঠ শিল্পীদের অন্যতম হলেন সাধন কর্মকার। গ্রামে ২৪ জন কাঠের শিল্পী রয়েছেন। মাত্র দু’জন কাঠ শিল্পী সুযোগ পেয়েছিলেন সরকারিভাবে বাইরে গিয়ে কাজ শিখে আসার। তাঁদের মধ্যে একজন হলেন সাধন কর্মকার। প্রথমে বাঁশের কাজ দিয়ে হাতেখড়ি হয়। তারপর শুরু করেন কাঠের কাজ। কেঞ্জাকুড়া গ্রামেই তাঁর বাড়িতে কাজ করেন একাধিক মহিলা কাঠ শিল্পী। বাড়িতেই তৈরি হয় কাঠের বিভিন্ন সরঞ্জাম। ছোট চাবির রিং থেকে শুরু করে, কাঠের খেলনা, কাঠের গরুর গাড়ি কিংবা কাঠের সারস। একদম কম দাম থেকে সর্বাধিক দামেরও কাঠের জিনিস পেয়ে যাবেন এই গ্রামে।

advertisement

এখানে ঘুরতে এসে কাঠের তৈরি জিনিস কেনার ক্ষেত্রে ঠকার ভয় নেই। শিল্পীরা ন্যায্য দাম নিয়ে থাকেন। প্রায় ৪০ বছর পুরানো ৪০ পয়সার কাঠের খেলনা, ২ টাকা চার আনার গরুর গাড়ি থেকে একটু একটু করে বড় হয়েছে কেঞ্জাকুড়া গ্রামের কাঠ শিল্প।

View More

আরও খবর পড়তে ফলো করুন:

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শীতকালে বাইরে থেকে বহু পর্যটক কেঞ্জাকুড়ায় ঘুরতে আসেন। তাই এবার যদি কেউ কেঞ্জাকুড়া গ্রামে আসেন তবে অবশ্যই ঘুরে দেখুন কাঠ শিল্পীদের বাড়ি। আপনাকে সাদরে অভ্যর্থনা জানাবেন তাঁরা। পছন্দ হলে কিনে নিন চোখ ধাঁধানো কাঠের জিনিস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: এই গ্রামে এলে পাবেন কাঠের তৈরি দুর্দান্ত সব জিনিস, দাম নাগালের মধ্যেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল