TRENDING:

Howrah News: উত্তরের পাহাড় থেকে দক্ষিণে সাগর, সারা বাংলার মহিলাদের নিয়ে তৈরি ফুটবল দল হাওড়ায়

Last Updated:

Howrah News: সারা বাংলার মহিলা খেলোয়াড় সমন্বয়ে ফুটবল দল হাওড়ায়, এই ক্লাব থেকে আগামী দিনে মহিলা খেলোয়াড় উঠে আসবে জানালেন আইএফএ সচিব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: উত্তরের পাহাড় থেকে দক্ষিণে সাগর সারা বাংলার মহিলাদের একত্রিত করে ফুটবল দল হাওড়ায়। ‘ হাওড়া উদ্যোগী ‘ ব্যবস্থাপনায় শুরু হয়েছে মহিলা ফুটবল দলের অনুশীলন। হাওড়া উদ্যোগী এবার আইএফএ অনুমোদন পেয়েছে। এতে ভীষণভাবে উৎসাহিত উদ্যোক্তা থেকে খেলোয়াড়। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হল খেলার জার্সি। হাওড়া উদ্যোগী’-র ব্যবস্থাপনায় এবার হাওড়ায় মহিলা ফুটবল দল অংশগ্রহণ করতে চলেছে রাজ্য সরকারের কন্যাশ্রী কাপে।
advertisement

ফুটবল ইতিহাসে কলকাতার জমজ শহর হাওড়ার অবদানও অসীম। সেইদিক গুরুত্ব রেখে এবার সারা বাংলার মহিলাদের একত্রিত করে ফুটবল দল গঠন হাওড়ায়। পুরুষদের পাশাপাশি মহিলা ফুটবলে উন্নতি ঘটাতে লড়াইয়ের ময়দানে বিভাস হাজরা। বিগত কয়েক বছরে নানাভাবে ক্রীড়া জগতে হাওড়া তথা বাংলার নাম উজ্জ্বল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিশুদের তুলে নিয়ে এসে ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন। এবার সারা বাংলার মহিলাদের একত্রিত করে ফুটবল ময়দানে লড়াইয়ে সামিল।

advertisement

প্রথমবার কন্যাশ্রী কাপে অংশগ্রহণ করছে ‘ হাওড়া উদ্যোগী’। খেলায় শীর্ষস্থান দখলে দারুন আশাবাদী উদ্যোক্তারা। সেই লক্ষ্যেই অনুশীলন শুরু হয়েছে। অন্যদিকে খেলার জগতে বাংলার ঐতিহ্য কন্যাশ্রী কাপে সেরার সেরা শিরোপা অর্জনে খেলোয়ারদের খেলার প্রতি আরও আগ্রহ বাড়াতে বিভিন্নভাবে উৎসাহিত করছেন ‘ হাওড়া উদ্যোগী ‘ এর সম্পাদক শ্রীমতি সুদেষ্ণা হাজরা এবং সভাপতি বিভাস হাজরা।

advertisement

জার্সি প্রকাশ অনুষ্ঠানে একশতাধিক খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়। হাজির ছিলেন, আই এফ এ সচিব অনির্বাণ দত্ত, প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মানস ভট্টাচার্য,অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলা ফুটবলার শান্তি মল্লিক সহ বিশিষ্ট জনেরা। সরকারি উদ্যোগে কন্যাশ্রী কাপ খেলার মাধ্যমে অল্পদিনে দারুন উন্নতি বাংলা মহিলা ফুটবলে এমনটাই মনে করছেন ফুটবল কর্তারা। কন্যাশ্রী কাপে হাওড়া উদ্যোগী অংশগ্রহণের সূচনা বর্ষেই, লক্ষ্য শীর্ষস্থান দখলের।

advertisement

View More

দার্জিলিং, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর হুগলি বাঁকুড়া হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দেড় একত্রিত করে ‘ হাওড়া উদ্যোগী ‘ ফুটবল দল। কন্যাশ্রী কাঁপে ময়দানের লড়াই শুরুর আগেই মহিলাদের জোর প্রস্তুতি চলছে হাওড়ার দাশনগরে। এ প্রসঙ্গে আই এফ এ সচিব অনির্বাণ তত্ত্ব জানান,”হাওড়া উদ্যোগী ক্লাব একটি লড়াকু ক্লাব। যেভাবে খেলোয়াড়দের যত্ন নিয়ে এগিয়ে চলেছে। তাতে এই ক্লাবের হাত ধরেই আগামী দিনে প্রতিভাবান মহিলা খেলোয়াড় উঠে আসবে।”

advertisement

আরও পড়ুনঃ West Medinipur News: গভীর সঙ্কটের মুখে পরিবেশ! আইআইটি খড়্গপুরের অধ্যাপকের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য!

এ প্রসঙ্গে উদ্যোক্তা বিভাস হাজরা জানান, আই এফ এ অনুমোদন পেল ‘ হাওড়া উদ্যোগী ‘। সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ জন খেলোয়াড় এর মধ্যে ৩০ জনের বাছাই দল। কন্যাশ্রী কাপে শীর্ষস্থান দখল করতে মরিয়া হাওড়া উদ্যোগী।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: উত্তরের পাহাড় থেকে দক্ষিণে সাগর, সারা বাংলার মহিলাদের নিয়ে তৈরি ফুটবল দল হাওড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল