ঘটনা সূত্রে জানা গিয়েছে, বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ শুরু হয় বিক্ষোভ। রাস্তার উপর বসে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় আধঘণ্টা ধরে চলে এই অবরোধ।
advertisement
পরিস্থিতি সামাল দিতে চুঁচুড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ প্রথমে শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে দেওয়ার অনুরোধ জানায়। এরপর কিছু বিবাহিত মহিলা পুলিশ কর্মী বিক্ষোভকারীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
বিক্ষোভরত মহিলারা প্রতীকী প্রতিবাদ হিসেবে সেই বিবাহিত মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেন। এই ঘটনায় খেপে ওঠে পুলিশ বাহিনীর একাংশ। শুরু হয় তুমুল বচসা, বাদানুবাদ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অবশেষে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে খবর, বিক্ষোভকারীরা জানান—মুখ্যমন্ত্রীর মন্তব্য তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাই তাঁরা প্রতীকী প্রতিবাদে সরব হয়েছেন। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষ তাঁরা চাননি।