TRENDING:

মহিলা পুলিশদের সিঁদুর পরিয়ে বিক্ষোভ, চুঁচুড়ায় পথ অবরোধ করে ধস্তাধস্তি! বন্ধ যান চলাচল

Last Updated:

Woman Police: মুখ্যমন্ত্রীর 'সিঁদুর' মন্তব্যের প্রতিবাদে চুঁচুড়ায় মহিলাদের পথ অবরোধ, বিবাহিত মহিলা পুলিশদের সিঁদুর পরিয়ে প্রতীকী প্রতিবাদ, পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

advertisement
রানা কর্মকার, চুঁচুড়া: ‘সিঁদুর’ নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করার অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সেই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার দুপুরে চুঁচুড়ার পিপুলপাঁতি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা।
মহিলা পুলিশদের সিঁদুর পরিয়ে বিক্ষোভ, চুঁচুড়ায় পথ অবরোধ করে ধস্তাধস্তি!
মহিলা পুলিশদের সিঁদুর পরিয়ে বিক্ষোভ, চুঁচুড়ায় পথ অবরোধ করে ধস্তাধস্তি!
advertisement

ঘটনা সূত্রে জানা গিয়েছে, বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ শুরু হয় বিক্ষোভ। রাস্তার উপর বসে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় আধঘণ্টা ধরে চলে এই অবরোধ।

সন্তান প্রসব করলেন মা, কিন্তু এ কী! হতবাক পরিবার… চিকিৎসকের বক্তব্য, ‘মায়ের এক ভুলেই সব নষ্ট হয়ে গেল’!

advertisement

ট্রেনে যাচ্ছিলেন বৃদ্ধ, TT টিকিট চাইলে বললেন, ‘আমার বয়সটাই তো…’, কিন্তু হাতে যা দেখালেন, স্তম্ভিত গোটা কোচ!

পরিস্থিতি সামাল দিতে চুঁচুড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ প্রথমে শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে দেওয়ার অনুরোধ জানায়। এরপর কিছু বিবাহিত মহিলা পুলিশ কর্মী বিক্ষোভকারীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

advertisement

বিক্ষোভরত মহিলারা প্রতীকী প্রতিবাদ হিসেবে সেই বিবাহিত মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেন। এই ঘটনায় খেপে ওঠে পুলিশ বাহিনীর একাংশ। শুরু হয় তুমুল বচসা, বাদানুবাদ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অবশেষে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

স্থানীয় সূত্রে খবর, বিক্ষোভকারীরা জানান—মুখ্যমন্ত্রীর মন্তব্য তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাই তাঁরা প্রতীকী প্রতিবাদে সরব হয়েছেন। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষ তাঁরা চাননি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিলা পুলিশদের সিঁদুর পরিয়ে বিক্ষোভ, চুঁচুড়ায় পথ অবরোধ করে ধস্তাধস্তি! বন্ধ যান চলাচল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল