আরও পড়ুন: গার্ডেনরিচ বা বিরাটির ঘটনার পুনরাবৃত্তি রুখতে এ কী করল নাগরিক সমাজ!
গৃহবধূ শ্রাবণী ওরাও বলেন, আগে ৫০০ পেতাম এখন হাজার টাকা করে পাচ্ছি। এতে অনেকটাই উপকার হবে। ছেলের পড়াশোনার খরচ দিতে পারব। দরকারে স্বামীর কাছে চাইতে হতো এখন সেটা আর হবে না । বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা ও সভানেত্রী পৌষালী ভট্টাচার্য বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরু। তিনি সবসময় বাংলার মা-বোনেদের পাশে রয়েছেন। লক্ষী ভান্ডারের টাকা ৫০০ কে বেড়ে হাজার টাকা হয়েছে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকেছে। এসটি, এসসি মহিলাদের হাজার টাকা থেকে বারোশো টাকা করা হয়েছে। সেই আনন্দেই সারা রাজ্য জুড়েই এই বিজয় উৎসব পালন করা হচ্ছে, বাদ যায়নি বৈদ্যবাটি ।আমরা লক্ষী ভান্ডার ও সবুজ আবীর নিয়ে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। সেখানে মহিলাদের আবির মাখিয়ে ও মিষ্টি মুখ করিয়ে অকাল হোলিতে মেতে উঠছি।”
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তার মতে, ৩০ শতাংশ মহিলা কর্মরত এবং ৭০ শতাংশ মহিলা গৃহবধূ। লক্ষী ভান্ডারী হাজার টাকা তাদের কাছে গুরুত্বপূর্ণ। সংসার চালাতে হাজার টাকা অনেকটাই মূল্যবান।
রাহী হালদার