এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়ার শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সাহা, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস সহ পৌরসভার একাধিক সদস্য। তারা শান্তিপুরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের সম্ভাব্য স্থানগুলি নির্বাচন করেন।
আরও পড়ুন: ক্যানসারের থেকেও ভয়ঙ্কর! আর ছড়াতে দিলে চলবে না! শিশুরাই এবার রাস্তায় শৈশবের লড়াইয়ে
advertisement
চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, শান্তিপুর পৌরসভায় মোট পাঁচটি জায়গায় এই সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। নারীদের সক্রিয় অংশগ্রহণে গাছ লাগানো ও তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে আশ্রুত মহিলাদের ওপর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পথঘাটের পরিকাঠামো ও স্থান নির্বাচন পরিদর্শনের মাধ্যমে কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পৌরসভার এই উদ্যোগ শুধু শহরের পরিবেশ উন্নত করবেই না, পাশাপাশি মহিলাদের সক্রিয় সামাজিক ভূমিকারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করা হয়।
Mainak Debnath