আরও পড়ুন: ঘণ্টাখানেকের মধ্যেই কাঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলায় বৃষ্টি হবে? রইল latest Updates...
বিরোধীদের প্রবল বিদ্রুপ সত্ত্বেও এই প্রকল্প যে সফল, তা বলার অপেক্ষা রাখে না। মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন। গ্রামীণ এলাকায় এই টাকা জমিয়ে অনেক মহিলাই স্বর্নিভর হয়েছেন। যা পরোক্ষে রাজ্যের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করছে। এই স্বনির্ভরতা আত্মবিশ্বাসী করেছে মহিলাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। রাজ্য সরকারের এইসব জনমুখী প্রকল্পগুলিকে কেন্দ্র করে ট্যাবলোর উদ্বোধন করা হল বৃহস্পতিবার। মুর্শিদাবাদের জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী বহরমপুরে এই ট্যাবলোর উদ্বোধন করেন। আগামী ১৫ দিন এই ট্যাবলো পরিক্রমা করবে জেলার বিভিন্ন প্রান্ত।
advertisement
আরও পড়ুন: অন্ধকারের বুক চিরে ছুটছিল গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল গভীর খাদে! সেবকে দুর্ঘটনায় মৃত্যু
এই বিষয় জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী জানান, "আজকে মুর্শিদাবাদ জেলা থেকে ১৪টি ট্যাবলো উদ্বোধন করা হল। মুর্শিদাবাদ জেলার সমস্ত ব্লকে ও গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে এই 'উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার'-এর প্রচার। পাশাপাশি পাড়ায় সমাধান কর্মসূচিও শুরু হয়েছে আজ থেকে। সমস্ত সরকারি বিভাগ নিয়ে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ৬০০-র বেশি ক্যাম্প করে মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে আরও বেশি সরকারি পরিষেবার আওতায় আসেন সেই লক্ষ্যে এই প্রচার করা হবে।"
Koushik Adhikary