TRENDING:

West Bengal News: দাদার বাড়িতে পড়ে রয়েছে বোনের রক্তাক্ত দেহ! ভাঙড়ে অবিশ্বাস্য ঘটনা, নেপথ্যে কী?

Last Updated:

West Bengal News: স্থানীয়দের উদ্যোগে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাঙড়: জমি বিবাদে এবার নিজের বোনকে পিটিয়ে খুন করার অভিযোগ ভাইদের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ঝিজিরআইটে। মৃত মহিলার নাম আরবানি বিবি (৪৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে ভাঙড়ের ঝিজিরআইটে নিজের বোনকে বেধড়ক মারধর করে ভাইয়েরা। এমনকি মারধর করার পর চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে বাড়িতে দীর্ঘক্ষণ ফেলে রাখার অভিযোগ। পরে স্থানীয়দের উদ্যোগে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

জানা গিয়েছে, ভাঙড়ের ঝিজিরআইটের মনসুর ঘরামির সাড়ে চার বিঘা চাষের জমি আছে। বেশ কিছুদিন আগে তাঁর মৃত্যু হয়। অভিযোগ বাবার মৃত্যুর পর জমি নিয়ে ছেলেদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। মৃত আরবানি বিবি সাম্প্রতি বাপের বাড়িতে থাকছিল বলে খবর। ফলে ছেলেদের জমি বিবাদে নাম জড়ায় মেয়েদেরও।

আরও পড়ুন: 'মনে কষ্ট নিয়ে ঘরে বসে আছেন', বিস্ফোরক দিলীপ ঘোষ! কোন প্রসঙ্গে বললেন এমন কথা?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন

নিজেদের পথে কাঁটা সরাতে কি ভাইয়েরা নিজের বোনকেই পিটিয়ে খুন করল? উঠছে প্রশ্ন! ঘটনায় ইতিমধ্যে ভাঙড় থানার পুলিশ মৃত আরবানি বিবির দুই ভাই ও এক ভাইপোকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বৃহস্পতিবার বারুইপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এগোনো হবে বলে পুলিশ সূত্রে খবর।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: দাদার বাড়িতে পড়ে রয়েছে বোনের রক্তাক্ত দেহ! ভাঙড়ে অবিশ্বাস্য ঘটনা, নেপথ্যে কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল