TRENDING:

North 24 Parganas News: পানা তুলে সংসার চালাতেন মহিলা, দ্রুত গতির ট্রেনেই সবশেষ!

Last Updated:

 কাজ শেষ করে যখন তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎই একটি দ্রুতগতির মালবাহী ট্রেন চলে আসে। কোনওভাবে তিনি রেললাইন থেকে সরে উঠতে পারেননি এবং ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কুলটির এক মহিলা শ্রমিকের, শোকের ছায়া পরিবার ও এলাকায়। হাড়োয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের এক প্রান্তিক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই এলাকার বাসিন্দা ৫৫ বছরের অপূরা শিকারি। জানা গিয়েছে, তিনি প্রতিদিনের মতোই কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পেশাগত কারণে কলকাতা-সহ আশেপাশের বিভিন্ন এলাকায় তিনি জলাশয়ে পানা তোলার কাজ করতেন।
হাড়োয়া থানা
হাড়োয়া থানা
advertisement

আরও পড়ুন: এবারে গঙ্গাসাগর যাওয়া হবে আরও সহজ… কীভাবে?

ঘটনার দিন তিনি পৌঁছেছিলেন বেলঘড়িয়া রেল স্টেশনের পাশে এক জলাশয়ে। সেখানে তিনি পানা তোলার কাজ করছিলেন। কাজ শেষ করে যখন তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎই একটি দ্রুতগতির মালবাহী ট্রেন চলে আসে। কোনওভাবে তিনি রেললাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। অপূরা শিকারির মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন পরিবারে রোজগারের অন্যতম ভরসা। তাঁর স্বামী অনেক আগেই মারা গিয়েছেন।

advertisement

আরও পড়ুন: একরাতের ঝড়-শিলাবৃষ্টি পথে বসিয়ে ছাড়ল কৃষকদের! কী হল মুর্শিদাবাদে?

View More

প্রতিদিন ভোরবেলা তিনি বেরিয়ে পড়তেন, কখনও কলকাতা, কখনও হাওড়া, কখনও বা উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র পানা তোলার কাজ করে পরিবারের মুখে অন্ন তুলে দিতেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অপূরা ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের মহিলা। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, অপূরার মতো একজন পরিশ্রমী মহিলার এমন করুণ পরিণতি সমাজের জন্য এক বড় প্রশ্ন। অভাবের তাড়নায় একজন বয়স্ক মহিলাকে প্রতিদিন ট্রেনে-বাসে ঘুরে এভাবে জীবিকার সন্ধানে বেরোতে হয়, অথচ ন্যূনতম নিরাপত্তা বা সরকারি সহায়তা মেলে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পানা তুলে সংসার চালাতেন মহিলা, দ্রুত গতির ট্রেনেই সবশেষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল