যদিও সোদপুরের এই ঘটনায় বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন আক্রান্ত যুবক৷ আপাতত আরজি কর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ ওই যুবকের স্ত্রী এবং তাঁর প্রেমিক আপাতত পলাতক৷ তাঁদের খোঁজ চালাচ্ছে খড়দহ থানার পুলিশ৷
আরও পড়ুন: থানার বড়বাবুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মুসকান! ছড়িয়ে পড়ল ভিডিও, কী জানাল পুলিশ?
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে সোদপুরের জয়প্রকাশ কলোনী এলাকায়৷ জানা গিয়েছে, আক্রান্ত ওই যুবক একটি বেসরকারি সংস্থায় গাড়ি চালান৷ আট বছর আগে বিয়ে হয়েছিল তাঁর৷ স্থানীয় সূত্রে খবর, এলাকারই এক দুষ্কৃতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবকের স্ত্রী৷ স্বামী কাজে বেরোলেই বাড়িতে নিজের প্রেমিককে ডেকে নিতেন ওই যুবকের স্ত্রী৷
advertisement
সম্প্রতি স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পারেন ওই যুবক৷ এর পরই দু জনের মধ্যে অশান্তি শুরু হয়৷ অভিযোগ, শনিবার নিজের প্রেমিকের সঙ্গে মিলে ওই যুবককে খুনের চেষ্টা করেন তাঁর স্ত্রী৷ অভিযোগ, প্রথমে নেশার কোনও সামগ্রী খাইয়ে ওই যুবককে বেহুঁশ করে দেওয়া হয়৷ এর পর ওই গৃহবধূ প্রেমিককের সঙ্গে মিলে নিজের স্বামীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ৷
ওই যুবককে রক্তাক্ত অবস্থায় দেখে প্রতিবেশীদেরই প্রথমে সন্দেহ হয়৷ যদিও যুবকের স্ত্রী দাবি করেন, মাদকাসক্তির জন্যই এই হাল হয়েছে তাঁর স্বামীর৷ স্থানীয় দাবি, মারের চোটে যুবকের মাথার খুলিও ফেটে গিয়েছিল৷ ইতিমধ্যেই নিজের প্রেমিককে নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন ওই যুবকের স্ত্রী৷ ওই গৃহবধূর বাপের বাড়ি এবং তাঁর প্রেমিকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ৷ ওই যুবকের স্ত্রী এবং তাঁর প্রেমিকের খোঁজ চালাচ্ছে পুলিশ৷