পরবর্তীতে অশোকনগর থানায় গৃহবধূর বোন খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে স্বামী পরিতোষ সাহা এবং ননদ মায়া ঘোষকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। মৃত গৃহবধূর বোন পম্পা দে জানান, ''দিদির বিয়ে হয়েছে ১৪ বছর। বিয়ের পর থেকে জামাইবাবু শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালাত। ঠিকভাবে খেতেও দিত না। শেষমেষ দিদিকে খুন করা হয়েছে।''
advertisement
আরও পড়ুন: দিব্যেন্দু অধিকারীর চায়ের আমন্ত্রণ, হঠাৎই অভিষেকের বাবার নোটিস পৌঁছল শুভেন্দুর বাড়িতে!
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর বাড়ির মহিলাদের সঙ্গে দেখা করবে তৃণমূল! নতুন কর্মসূচিতে তুঙ্গে শোরগোল
ঘটনার তদন্ত নেমে শনিবার রাতেই গ্রেফতার হয় অভিযুক্ত স্বামী পরিতোষ সাহা এবং ননদ মায়া ঘোষ। রবিবার ওই গৃহবধূর দেহ ময়না তদন্তে পাঠানো হয় বারাসাত হাসপাতালে। পাশাপাশি দুই অভিযুক্তকে সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে রবিবার পেশ করা হয় বারাসাত আদালতে। ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ।