Abhishek Banerjee | Suvendu Adhikari: দিব্যেন্দু অধিকারীর চায়ের আমন্ত্রণ, হঠাৎই অভিষেকের বাবার নোটিস পৌঁছল শুভেন্দুর বাড়িতে!

Last Updated:

Abhishek Banerjee | Suvendu Adhikari: আলিপুর আদালতের নোটিস পাঠানো হয়েছে শান্তিকুঞ্জে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে হাজিরা দিতে হবে শুভেন্দু অধিকারীকে, এমনটাই সেই নোটিসে জানানো হয়েছে।

দ্বৈরথ
দ্বৈরথ
#কাঁথি: অভিষেক বন্দোপাধ্যায়কে দিব্যেন্দু অধিকারীর চায়ের আমন্ত্রণের দিনই শান্তিকুঞ্জে এল অভিষেকের বাবার আইনি নোটিশ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন, সেই মামলার সমন নোটিস শুভেন্দু অধিকারীকে পাঠাল কাঁথি থানার পুলিশ।
আলিপুর আদালতের নোটিস পাঠানো হয়েছে শান্তিকুঞ্জে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে হাজিরা দিতে হবে শুভেন্দু অধিকারীকে, এমনটাই সেই নোটিসে জানানো হয়েছে। কেস নাম্বার সি- ৩০৯৫/২২.
শুভেন্দু অধিকারীকে পাঠানো সেই নোটিস শুভেন্দু অধিকারীকে পাঠানো সেই নোটিস
advertisement
অভিযোগ, ২০২১ সালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ''অমিত বন্দ্যোপাধ্যায়ের একটি রঙের কারখানা থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে অমিত বন্দ্যোপাধ্যায় মানহানির মামলা করেছেন। সেই মামলারই নোটিস পাঠানো হল শুভেন্দু অধিকারীকে। তাঁর পরিবারের সদস্যরা নোটিসটি গ্রহণ করেছেন বলে খবর।
advertisement
এদিকে, এদিনই কাঁথিতে কুনাল ঘোষের চা- চক্রের কর্মসূচি ছিল। এই কর্মসূচি থেকেই তিনি ঘোষণা করলেন, ''বিশেষ করে মহিলাদের, যে সকল মহিলারা তৃণমূলকে ভোট দেয়নি বলে মনে করছেন তাদের উপর রাগ অভিমান নয়। বরং তাঁদের বাড়ি বাড়ি ছোট ছোট টিম করে যান, তাঁদের বোঝান। এই কর্মসূচিটি সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী-কে দিয়ে প্রথমে শুরু করুন। তার বাড়িতে যান। তাঁর স্ত্রী'কে বোঝানো দিয়ে শুরু করুন। অধিকারী পরিবারের মহিলাদেরকে বোঝান।''
advertisement
নাম না করে বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারীকে ইঙ্গিত করে কুণাল ঘোষ বলেন, ''উনি ভীষ্ম কিনা জানি না,ভীষ্মের যখন শরশয্যা হয়েছিল, তখন কৌরবরা পাশে ছিল না, জল দিতে আসেনি মুখে, পান্ডব মুখে জল দিতে গেছিল, পাশে ছিল।'' অর্থাৎ অধিকারী পরিবারের মহিলাদের পান্ডবকুল বলে আখ্যা দিয়ে বাড়ির পুরুষদের কৌরব বললেন কুনাল ঘোষ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee | Suvendu Adhikari: দিব্যেন্দু অধিকারীর চায়ের আমন্ত্রণ, হঠাৎই অভিষেকের বাবার নোটিস পৌঁছল শুভেন্দুর বাড়িতে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement