আবারও দমদম এলাকায় কাজ করতে যাওয়া জয় জ্বালানির প্রেমে পড়েন তিনি৷ অবশেষে গত অষ্টমী দিন জয়ের সঙ্গে দমদম এলাকা ছেড়ে পালিয়ে আসে পূজা। পালিয়ে যান পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার দিগম্বরপুর গ্রামে খালপাড়ে। সম্ভবত পূজা ভেবেছিলেন যে তার স্বামী ও আত্মীয়রা তার খোঁজ পাবেন না। তাই সেখানেই নতুন সংসার শুরু করেন নতুন করেন পূজা ও জয়। তবে গোপন সূত্রে খবর পায় তার স্বামীর বাড়ির লোকজন। সোমবার সন্ধ্যায় তারা এসে বাচ্চা হাজির হন জয়ের বাড়িতে। খবরটি চাউর হয়ে যাওয়ায় এলাকার মহিলারা মেয়েটিকে দেখার জন্য তার বাড়িতে যান। মেয়েটি তার পুরানো স্বামীর বাড়িতে ফিরে যেতে অস্বীকার করে। শুরু হয়ে যায় গণধোলাই।
advertisement
তারপরেও বর্তমান স্বামীকে ছেড়ে প্রথম পক্ষের স্বামী কাছে ফিরে যেতে কোনভাবে রাজি ছিলেন না তিনি কিন্তু একপ্রকার বাধ্য হয়ে ফিরে যেতে হয় পূজাকে।