তবে শেষপর্যন্ত ছেলে নয়নকে সঙ্গে নিয়ে কাশ্মীর থেকে পালিয়ে রানিনগরে ফিরে আসেন আকলেমা বিবি। রানিনগরের ইলশেমারী এলাকার বাসিন্দা। ফিরে আসা মাত্রই সরাসরি রানিনগর থানায় স্বামী ইয়াসিন সেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্ত ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভাবের সংসারে স্ত্রী-সন্তানের দায় এড়াতে ২৪ বছর আগে মিথ্যা কথা বলে স্ত্রীকে কাশ্মীরে নিয়ে যান মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা ইয়াসিন সেখ। মদের নেশায় আসক্ত ছিল ইয়াসিন। স্ত্রী আকলেমা বিবি ও দু’বছরের সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে তিন ব্যক্তির কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল ইয়াসিন সেখ।
advertisement
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট! সোমবার থেকে চরম ভোগান্তির শিকার যাত্রীরা
এদিকে আকলেমা বিবির বাপের বাড়ির লোক রানিনগর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করলেও কোনও খোঁজ পাওয়া যায়নি। কাশ্মীরের শ্রীনগর এলাকায় অন্যের বাড়িতে ও জমিতে কাজ করে, অনেক অত্যাচার সহ্য করে ছেলেকে নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন আকলেমা বিবি। বেশ কয়েকবার ছেলেকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করেন তিনি। কিন্তু বারবার ধরা পড়ে যান। তারপর আরও বাড়ে অত্যাচার। কিন্তু বেঁচে থাকার লড়াই চালিয়ে গিয়েছেন আকলেমা। মনে মনে সে স্থির করে নেন, ছেলেকে নিয়ে যে করেই হোক পালিয়ে বাঁচতে হবে।
ছেলে নয়ন সেখ বড় হওয়ায় সেও চেয়েছিল যে করেই হোক মাকে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। বেশ কয়েকমাস ধরে পালানোর ছক করতে থাকেন তাঁরা। শেষ পর্যন্ত ২৪ বছর পর ছেলে নয়ন সেখকে সঙ্গে নিয়ে কাশ্মীরে থেকে পালিয়ে রানিনগরে ফিরে আসেন আকলেমা বিবি। তবে ফিরে এসে আগে বাড়ি যাননি তিনি। প্রথমেই সরাসরি রানিনগর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত ইয়াসিন সেখকে গ্রেফতার করে রানিনগর থানার পুলিশ। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ইয়াসিন।