Bus Strike: অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট! সোমবার থেকে চরম ভোগান্তির শিকার যাত্রীরা
- Published by:Teesta Barman
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Bus Strike: ২২ জানুয়ারি থেকে অনির্দিষ্ট কালের জন্য মুর্শিদাবাদ জেলাজুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস মালিক শ্রমিক সংগঠন। বাস ধর্মঘটের জেরে সোমবার সকাল থেকেই ভোগান্তির শিকার যাত্রীরা।
মুর্শিদাবাদ: বাস ধর্মঘটের জেরে সোমবার সকাল থেকেই ভোগান্তির শিকার যাত্রীরা। অভিযোগ, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য ও জাতীয় সড়কে অটো ও টোটোর দৌরাত্মা বেড়ে চলায় চরম সমস্যায় পড়তে হচ্ছে বাস মালিকদের। রাস্তায় মাত্রাতিরিক্ত টোটো ও অটো থাকায় কোনও যাত্রী পাচ্ছে না বাস মালিকরা।
এরই প্রতিবাদে ২২ জানুয়ারি থেকে অনির্দিষ্ট কালের জন্য মুর্শিদাবাদ জেলাজুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস মালিক শ্রমিক সংগঠন। বাস ধর্মঘটের জেরে সোমবার সকাল থেকেই ভোগান্তির শিকার যাত্রীরা। বহরমপুর বাস স্ট্যান্ডে এসে দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও বাস না পেয়ে চরম হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।
যাত্রী সঞ্চিতা মিত্র বলেন, ”আমি শিক্ষকতা করি। স্কুলে আমাকে যেতেই হবেই। কিন্তু বাস ধর্মঘট থাকায় কোনও বাস পাইনি। সরকারি বাসে এত ভিড় যে, ওঠার জায়াগা পর্যন্ত নেই। কান্দি বাসস্ট্যান্ডেও সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পরেও কোনও সরকারি বাসও না পেয়ে অত্যন্ত সমস্যায় পড়তে হয়।”
advertisement
advertisement
আরও পড়ুন: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতেই সেজে উঠল সরযূর পাড়, ঝলমল করছে লক্ষ প্রদীপ, দেখুন সেই ছবিগুলি
যাত্রী তমাল দে বলেন, ”খুব দরকারি একটা কাজে আমাকে বহরমপুর যেতে হবে, কিন্তু কোনও বাস পাইনি। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে গেলাম। ডোমকলেও একই অবস্থা। অত্যন্ত জরুরি কাজে বেরিয়ে বাস না পাওয়ায় টোটো, অটো বা ছোটো গাড়ি করে যাতায়াত করা অত্যন্ত ব্যয়সাপেক্ষ হয়ে পড়ায় নাজেহাল অবস্থা যাত্রীদের।”
advertisement
যাত্রী রমা মণ্ডল বলেন, ”বহরমপুরে আমার মায়ের অপারেশন আছে। কিন্তু বাস না থাকায় যেতে পারছি না। আমাকে সময়ের মধ্যে পৌঁছতেই হবে। ছোট গাড়ি অনেক টাকা চাইছে আমার পক্ষে যাওয়া সম্ভব না। যাত্রীদের কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য এই বাস ধর্মঘট তুলে নেওয়া হোক।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 11:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Strike: অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট! সোমবার থেকে চরম ভোগান্তির শিকার যাত্রীরা