ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে আরামবাগের হরিণখোলা এক অঞ্চলের অরুণবেড়া এলাকায়। মৃত মহিলার নাম শেফালি সাঁতরা , বয়স আনুমানিক ৪৫ বছর। স্থানীয়রা যা বলছেন সেই অনুযায়ী, বিকাল পাঁচটা নাগাদ হঠাৎ এই কালো মেঘ করে আসে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলেও বৃষ্টিতে বজ্রপাতের কারণে জীবনের অন্তিম পরিণতি শেফালি সাঁতরার।
advertisement
বছর ৪৫ এর ওই মহিলা প্রতিদিনের মতন মঙ্গলবারও গিয়েছিলেন বিকেলে মাঠে ছাগল চড়াতে। খোলা মাঠে তিনি ছাগল নিয়েছিলেন সেই সময় বৃষ্টি শুরু হয় বৃষ্টি থেকে বাঁচবেন বলে তিনি নিরাপদ আশ্রয় খুঁজছিলেন, সেই মুহূর্তেই তার মাথায় বাজ এসে পড়ে! তাতেই ঝলসে যায় মহিলার দেহ। তার পুরো শরীরে আগুন লেগে যায় বলে দাবি স্থানীয়দের। বজ্রপাতের কারণেই মৃত্যু হয় ওই মহিলার।
ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে মহিলাকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ।
রাহী হালদার