ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মাটিয়া থানার কচুয়া পঞ্চায়েতের রজালিপুর গ্রামে। বছর ৩৭ এর রওশানারা বিবিকে সাপে কেটেছে। এদিন গভীর রাতে ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় হাতের আঙুলে বিষধর সাপ কামড়ায় তাঁকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু পথে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ নিয়ে গ্রামে ফিরিয়ে আনে পরিবার।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন শেষকৃত্য সম্পন্নের প্রস্তুতি শুরু হয়েছিল। আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে প্রার্থনার সময় হঠাৎ মৃতদেহ নড়ে উঠতেই উপস্থিত জনতার মধ্যে চিৎকার, কান্না আর দৌড়ঝাঁপ শুরু হয়। তড়িঘড়ি করে দেহ ফের অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে পৌঁছে চিকিৎসকেরা ফের পরীক্ষা করে জানিয়ে দেন, দুঃখজনকভাবে রওশানারার মৃত্যু আগেই হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ভিড় জমায় রওশানারার বাড়ির সামনে। সবার মুখে একটাই প্রশ্ন—’আসলে কী হয়েছিল?’ তবে শেষ পর্যন্ত রাতেই শেষকৃত্য সম্পন্ন হয় সাপেকাটা রওশানারার দেহ। গ্রামের প্রবীণদের মতে, ‘এমন ঘটনা সচরাচর দেখা যায় না। মৃতদেহের হঠাৎ নড়ে ওঠা সবাইকে আতঙ্কিত করেছিল।’ চাঞ্চল্যের এই ঘটনায় এখনও গ্রামজুড়ে আলোচনার ঝড়।