TRENDING:

North 24 Parganas News: ভয়ঙ্কর! শেষকৃত্যের ঠিক আগেই নড়ে উঠল মৃতদেহ, তারপরই চিৎকার-কান্না, হুলস্থুল কাণ্ড এলাকায়

Last Updated:

North 24 Parganas News: প্রার্থনার সময় হঠাৎ মৃতদেহ নড়ে উঠতেই উপস্থিত জনতার মধ্যে চিৎকার, কান্না আর দৌড়ঝাঁপ শুরু হয়। তড়িঘড়ি করে দেহ ফের অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, জুলফিকার মোল্যা: শেষকৃত্যের ঠিক আগের মুহূর্তে হুলস্থুল কাণ্ড! সাপেকাটা রোগীর দেহ নড়ে উঠতেই চাঞ্চল্য বসিরহাটে। মৃতদেহ শেষকৃত্যের জন্য প্রস্তুত। প্রার্থনা শুরু হয়ে গেছে। পরিবারের সদস্যরা শোকের আবহে দাঁড়িয়ে। ঠিক সেই সময় হঠাৎই নড়ে উঠল মৃতদেহ! মুহূর্তে শোকঘর পরিণত হল হুলস্থুল কাণ্ডের কেন্দ্রে।
দেহ নিয়ে হসপিটালের উদ্দেশ্য
দেহ নিয়ে হসপিটালের উদ্দেশ্য
advertisement

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মাটিয়া থানার কচুয়া পঞ্চায়েতের রজালিপুর গ্রামে। বছর ৩৭ এর রওশানারা বিবিকে সাপে কেটেছে। এদিন গভীর রাতে ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় হাতের আঙুলে বিষধর সাপ কামড়ায় তাঁকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু পথে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ নিয়ে গ্রামে ফিরিয়ে আনে পরিবার।

advertisement

আরও পড়ুন-আজ সেই ভয়ঙ্কর বিপজ্জনক রাত…! শনি অমাবস্যায় খবরদার করবেন না ‘এই’ ৫ ভুল, সংসার ছারখার, কালো ছায়ায় জীবন ‘নরক’

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন শেষকৃত্য সম্পন্নের প্রস্তুতি শুরু হয়েছিল। আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে প্রার্থনার সময় হঠাৎ মৃতদেহ নড়ে উঠতেই উপস্থিত জনতার মধ্যে চিৎকার, কান্না আর দৌড়ঝাঁপ শুরু হয়। তড়িঘড়ি করে দেহ ফের অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

View More

আরও পড়ুন-স্নানের সময় শরীরে জল পড়লেই প্রস্রাব করে ফেলেন? জটিল রোগের লক্ষণ নয় তো? এড়িয়ে চললেই বিপজ্জনক…! জানুন কী বলছেন চিকিৎসক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হাসপাতালে পৌঁছে চিকিৎসকেরা ফের পরীক্ষা করে জানিয়ে দেন, দুঃখজনকভাবে রওশানারার মৃত্যু আগেই হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ভিড় জমায় রওশানারার বাড়ির সামনে। সবার মুখে একটাই প্রশ্ন—’আসলে কী হয়েছিল?’ তবে শেষ পর্যন্ত রাতেই শেষকৃত্য সম্পন্ন হয় সাপেকাটা রওশানারার দেহ। গ্রামের প্রবীণদের মতে, ‘এমন ঘটনা সচরাচর দেখা যায় না। মৃতদেহের হঠাৎ নড়ে ওঠা সবাইকে আতঙ্কিত করেছিল।’ চাঞ্চল্যের এই ঘটনায় এখনও গ্রামজুড়ে আলোচনার ঝড়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ভয়ঙ্কর! শেষকৃত্যের ঠিক আগেই নড়ে উঠল মৃতদেহ, তারপরই চিৎকার-কান্না, হুলস্থুল কাণ্ড এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল