TRENDING:

ডিগ্রির বালাই নেই, জমিয়ে চলছে বাবা-ছেলের চিকিৎসা 'ব্যবসা'! ক্লিনিকের খোঁজ পেতেই পুলিশের জালে

Last Updated:

ভুয়ো কাগজ দেখিয়ে চিকিৎসা! বর্ধমানে গ্রেফতার বাবা ছেলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: ভুয়ো কাগজ নিয়ে ডাক্তার সেজে লোক ঠকানোর অভিযোগে গ্রেফতার হল বাবা ছেলে। বাবার নাম এ কে প্রসাদ, ছেলের নাম দীপেশ কুমার দীপক। বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকার ঘটনা। এর আগে ২০১৭ সালে এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। শুধু ক্লিনিক নয়, ডে-কেয়ার থেকে ওষুধের দোকানে জমিয়ে পশার চলত বলে স্থানীয়দের অভিযোগ।
News18
News18
advertisement

অভিযোগ, যথাযথ কাগজপত্র  ছাড়াই ক্লিনিক চালু করে  দীর্ঘদিন ধরেই চলছে রোগীর চিকিৎসা। দিনের পর দিন রোগীকে চিকিৎসার নামে রেখে দেওয়া হচ্ছে। চিকিৎসার করার জন্য ন্যূনতম ডিগ্রি না থাকার পরেও পারিবারিক পরম্পরায় পরিণত হয়েছে এই বেপরোয়া ব্যবসা। বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠে এমনই এক ক্লিনিকের হদিশ মিলেছে। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার পুলিশ গিয়ে তদন্ত করে দেখে। পাশাপাশি, চিকিৎসকের রেজিস্ট্রেশন বা ক্লিনিকের নথি দেখাতে না পারায় ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশ।

advertisement

এরপরই বাবা আর  ছেলেকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। শনিবার বাবা ও ছেলে অভিযুক্তদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। যদিও অভিযুক্তদের দাবি, হাইকোর্ট তাঁদের চিকিৎসা করার অনুমতি দিয়েছে। সেই নথি তাঁদের  কাছে আছে। বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। চিকিৎসার করার মতো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। এর আগেও তাদের একজনের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্হা নেওয়া হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত
আরও দেখুন

স্হানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ন্যূনতম পরিকাঠামোই নেই। তার মধ্যেই রোগী রেখে চিকিৎসা চালানো হচ্ছিল। ছোটখাটো অপারেশনও হচ্ছিল এখানে। অথচ এখানে কোনও অপারেশন থিয়েটার পর্যন্ত নেই। সেইসঙ্গে এখানে বেআইনিভাবে ক্লিনিক চালানো হচ্ছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে, পাশের জেলা থেকেও অনেক রোগী আসছিল। এখানে চিকিৎসার পাশাপাশি ওষুধও দেওয়া হতো বলে অভিযোগ বাসিন্দাদের। যদিও বাসিন্দাদের এই সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডিগ্রির বালাই নেই, জমিয়ে চলছে বাবা-ছেলের চিকিৎসা 'ব্যবসা'! ক্লিনিকের খোঁজ পেতেই পুলিশের জালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল