বাঁকুড়া থেকে অমরকানন যাওয়ার পথে একটা ছোট্ট সেতু পার করে এক কিলোমিটারের মত এলেই চোখে পড়বে এক মস্ত হোডিং। আর তাতে লেখা রয়েছে মহিমানন্দ তপোবন আশ্রম। ফলকের পাশের রাস্তাটি অনুসরণ করে চলে এলেই পৌঁছে যাবেন তপবন শাখা উত্তম আশ্রম। বাঁকুড়া জেলার গঙ্গজলঘাটি থানার অন্তর্গত কাপিস্টা গ্রামে অবস্থিত এই তপোবন পাহাড় যার জনপ্রিয় নাম কোরো পাহাড়। যে পাহাড়ের গলায় স্বর্ণহারের মত অবস্থান করেছে এই উত্তম আশ্রম। গাছ গাছালিতে ভরা পাখির কলতনে মুখরিত এক অদ্ভুত জায়গা যেখানে গেলে হারিয়ে যেতে পারেন আপনি।
advertisement
আরও পড়ুন- সস্তার এই ‘পাতা’র হাজার গুণ! মোমের মতো চর্বি গলে, পালায় ক্যানসার! দূরে থাকে ‘স্ট্রেস’
উত্তম আশ্রম পিছনে ফেলে পাহাড়ের উপর দিকে উঠে এলে দেখা মিলবে এক সারি সিঁড়ি। নিচের থেকে উপরে তাকালে মনে হয় যেন আকাশে গিয়ে মিশেছে এই সিঁড়িগুলি। বড় বড় গাছ দিয়ে ঘেরা এই সর্গের সোপান বেয়ে উপরে উঠলেই তপবন পাহাড়ের স্বর্ণ মুকুটের শ্রেষ্ঠ মুক্তটি চোখে পড়বে। পাহাড়ের চূড়ায় রয়েছে অষ্টভূজা মা পার্বতীর মন্দির।
গুটিকয়েক লোকজন। আপনার উইকেন্ডের পারফেক্ট প্লেস। নেতাজী থেকে শুরু করে গোবিন্দ প্রসাদ এবং গান্ধীজির স্মৃতি বিজড়িত এই অঞ্চল। সবকিছুর মধ্যে যেন এই তপোবন পাহাড় লুকিয়ে রেখেছে নিজের শরীর। চোখের অগোচর করলেই হারিয়ে ফেলবেন এই উইকএন্ড ডেস্টিনেশন। মিষ্টি রোদে পাহাড়ে বসে আড্ডা দিতে দিতেই কাটিয়ে ফেলতে পারেন এক বেলা। মুখেই কথায় আর ক্যামেরা বন্দি ছবি দেখে এই অপরূপ জায়গার যথার্থতা বুঝতে পারবেন না । তাই আর দেরি না করে বেড়িয়ে পড়ুন তপোবন পাহাড়ের উদ্দেশে।
নীলাঞ্জন ব্যানার্জী