সোমবার ওই বাড়ির বাথরুমে ঢুকে পড়া একটি বাঘরোলকে উদ্ধার করলেন পরিবেশ কর্মী ও বন দফতরের কর্মীরা। সোমবার ঘটনাটি ঘটেছে বাগনান থানা এলাকার আকুভাগ দক্ষিণ মল্লিক পাড়ায়। জানা গিয়েছে, রবিবার রাতে আকুভাগ মল্লিক পাড়ার বাসিন্দা সিরাজুল মল্লিকের বাড়ির বাথরুমে ঢুকে পড়েছিল ওই বাঘরোলটি। পরিবারের লোকজন প্রানীটির গর্জন শুনে ভয় পেয়ে বাথরুমের দরজা বন্ধ করে দেন।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই 'দিদির সুরক্ষাকবচ'? বিজেপিকে খোঁচা দিয়েই জবাব মমতার
আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীর মা মারা গেছেন, এ নিয়ে মন্তব্য করব না', হঠাৎ কেন বললেন মমতা?
চিতাবাঘ বা অন্য কোনও হিংস্র প্রাণী ভেবে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। এরপরেই বিষয়টি গ্রামে চাউর হতেই সিরাজুল মল্লিকের বাড়িতে ভিড় জমান শয়ে-শয়ে মানুষ। এর পর সোমবার সকালে বিষয়টি জানতে পারেন এলাকার যুবক আশিক ইকবাল। তিনি খবর দেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক ও সুমন্ত দাসকে। এর পর ঘটনাস্থলে পৌঁছে যান চিত্রক। খবর দেওয়া হয় বন দফতরে। বিকালে বন দফতরের কর্মীরা আকুভাগে সিরাজুল মল্লিকের বাড়ি গিয়ে বাঘরোল টিকে উদ্ধার করেন।
বাঘরোলটিকে বাথরুম থেকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় বনকর্মীদের। উদ্ধারের পর বাঘরোলটিকে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। বন দফতর সুত্রে জানা গিয়েছে এটি একটি পুরুষ বাঘরোল। পরিবেশ কর্মী চিত্রক বলেন, খাবারের সন্ধানে বাঘরোল মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসছে। তাতেই বারবার ঘটছে এমন বিপত্তি। বাঘরোলটিকে পরে এই এলাকাতেই ছাড়ার জন্য বন দফতরের কাছে আবেদন জানিয়েছেন পরিবেশ কর্মীরা।
সন্তু মালিক