মোবাইল ব্যবসায়ী মুস্তফা আলি এলাকায় বাবু নামে পরিচিত। বছর ছয়েক আগে পাশের গ্রাম টেকারায়পুরে আফসানার সঙ্গে বিয়ে হয়। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়েটির বয়স বছর চারেক, ছেলেটি বছর দুয়ের। বেশ কিছুদিন আগে থেকে আফসানা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। এলাকার এক যুবকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে পরিবারের লোকজন। তারপরেই তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়।
advertisement
আরও পড়ুন - Virat Kohli Viral Video: বাইশ গজ ছেড়ে কি এবার বউয়ের মতো নাচেই মন, বিরাটের নাচের ভিডিও তুলল ঝড়
সোমবার ইসলামপুর থানার পক্ষ থেকে মেয়ে ও ছেলের বাড়ির লোকজনকে ডেকে মীমাংসা করে দেওয়া হয়। তারপর আফসানা নসিপুরের বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার সকালে বাড়িতে ঘরের মধ্যেই খাটের উপর মুস্তফার মৃতদেহ উদ্ধার হয়। আর তারপরেই ক্ষোভে ফেটে পরে পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্ত্রী আফসানা নিজেকে ঘরের মধ্যে আটকে রাখলেও তাকে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়ার দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে জনতা।
মৃত মুস্তফা আলির দিদি ময়না বিবি বলেন, ‘‘আমার ভাইকে আফসানা আর ওর প্রেমিক খুন করেছে। ওর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে অশান্তিও চলছিল। আমার ভাইকে আফসানা খুনের হুমকিও দিয়েছিল। আমি ওর ফাঁসি চাই।’’
অন্য এক গ্রামবাসী রাকিবুল সেখ বলেন, ’’আফসানা দীর্ঘদিন থেকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। থানায় ডেকে মীমাংসাও করে দেওয়া হয় তারপরেই আফসানা এই বাড়ি এসেছিল। আর তারপরেই মুস্তফার মৃতদেহ উদ্ধার হয়। আফসানাই ওকে খুন করেছে। আমরা ওর কঠোর শাস্তি চাই।’’
Pranab Kumar Banerjee