Virat Kohli Viral Video: বাইশ গজ ছেড়ে কি এবার বউয়ের মতো নাচেই মন, বিরাটের নাচের ভিডিও তুলল ঝড়

Last Updated:

বিরাট কোহলির নাচের ভিডিও মুহূর্তেই ভাইরাল, সমালোচকরা সমালোচনা করলেও ইতিমধ্যেই ২৫ লক্ষের বেশি লাইক পেয়েছে বিরাটের ভাঙড়া৷

Virat Kohli dances with mundiya tu banch ke rahi song watch viral video- Photo Courtesy- Virat Kohli/ Instagram Account
Virat Kohli dances with mundiya tu banch ke rahi song watch viral video- Photo Courtesy- Virat Kohli/ Instagram Account
#মুম্বই: বিরাট কোহলিকে  নিয়ে এখন সমালোচনার শেষ নেই৷ আর হবে নাই বা কেন পারফরমাররা যখন আউট অফ ফর্ম দিনের পর দিন ধরে থাকেন তখন তাঁকে নিয়ে নানা ধরণের সমালোচনা সহ্য করতেই হয়৷ আর কিং কোহলি নিজের রানের রাজ্যপাট থেকে প্রায় বছর দুয়েক ধরে দূরে৷ না টেস্ট, না ওয়ান ডে না টি টোয়েন্টি , কোথাও বিরাট কোহলিকে সেভাবে নিজের ছন্দের ধারে কাছেও দেখা যাচ্ছে না৷
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ পাঁচটা ম্যাচেও নিজের ফর্মের ধারে কাছে নেই তিনি৷ এর মধ্যে নিজের থেকে স্ট্রেস দূরে সরিয়ে রাখতে বিরাট মাঠেও বিন্দাস থাকার চেষ্টা করছেন৷ মাঝে মধ্যেই তাঁকে নাচতে দেখা যাচ্ছে৷ সেটাও নেটিজেনরা তাঁকে এক হাত নিয়েছেন৷ বিরাট কোহলি অফফর্মে থাকলেই নেটিজেনরা সবসময়েই বিতর্কের তিরে বিদ্ধ করে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকেই ৷ তাই এবারের অফ ফর্মের জন্যেও সেই থেকে বিরাম নেই৷ বিশেষত এবার যে ভাঙড়া নাচের ভিডিওটি বিরাট কোহলি আপলোড করেছেন তা এক কথায় দুরন্ত৷
advertisement
advertisement
দেখে নিন বিরাট কোহলির ভাইরাল ভিডিও
View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

advertisement
ভিডিওতে বিখ্যাত বলিউড ভাঙড়া ‘‘মুন্ডিয়া তু বাঁচকে রহি’’ তালে শরীরি হিল্লোলের একেবারে দাপট দেখাচ্ছেন৷ বিরাট কোহলির শেষ পাঁচটি ইনিংস ইংল্যান্ডের মাটিতে তাঁর ফ্লপ শো-র ধারাই বজায় রেখেছে৷  শেষ পাঁচের সবচেয়ে আগে খেলা ম্যাচটি ছিল বার্মিংহ্যাম টেস্ট৷ সেখানে দুটি ইনিংসে তাঁর রান যথাক্রমে ১১,২০৷ এরপর রয়েছে দুটি একদিনের ম্যাচ আর দুটি টি টোয়েন্টি ম্যাচ৷ সেগুলিতে রান যথাক্রমে ১,১১,১৬,১৭৷
advertisement
বিরাটের আন্তর্জাতিক কেরিয়ারে রয়েছে ৭০ টি শতরান, টেস্টে শতরানের সংখা ২৭ আর একদিনের ক্রিকেটে শতরানের সংখ্যা ৪৩ টি৷ কিন্তু শেষ ২ বছরে শতরান আসেনি বিরাট কোহলির ব্যাট থেকে, বরং ফোন নম্বরের মতো দেখতে রান নিয়েই খেলছেন বিরাট৷ তাই তাঁর নাচের আগ্রহ ভাল চোখে নিচ্ছেন না নেটিজেনরা৷
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli Viral Video: বাইশ গজ ছেড়ে কি এবার বউয়ের মতো নাচেই মন, বিরাটের নাচের ভিডিও তুলল ঝড়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement