Susmita and Lalit: সুস্মিতা ও ললিতের সম্পর্ক, ননদের সম্পর্ক নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ‘ভাজ’
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সুস্মিতা ও চারু সম্পর্কে ননদ -ভাজ৷ তবে এই মুহূর্তে চারু ও সুস্মিতার ভাই রাজীব সেনের সম্পর্ক ভাঙার মুখে দাঁড়িয়ে৷ তবুুও ননদের সম্পর্ক নিয়ে বড় কথা বললেন তিনি৷
#মুম্বই: বৃহস্পতিবার, তারিখটা ছিল ১৪ জুলাই , আইপিএল চেয়ারম্যান ললিত মোদি ঘোষণা করেছিলেন তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের কথা৷ এখন সোশ্যাল মিডিয়ায় মানুষের মত প্রকাশের জায়গা তাই এই প্ল্যাটফর্মে কোনও কিছু জানানো হলে তা আগুনের গতিতে ছড়িয়ে পড়ে৷ রোমান্টিক ছবি ৷ ছবি আরও বাড়তি মাত্রা পায় যেহেতু ‘বেটারহাফ’ কথাটি লেখা ছিল৷ জানতে পারা যায় তাঁরা একে অপরের সঙ্গে ডেট করেছেন৷ Photo Courtesy- Instagram
advertisement
advertisement
advertisement
advertisement
চারু আসোপা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন 'The Problematic Culture Of Calling Women Gold Diggers' and wrote, Exactly, there are always girls who are targeted, people don't think twice to call a girl a gold digger, it's really - এরপর তিনি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়েছেন৷ অর্থাৎ তাঁর কথা মহিলাদের সুযোগসন্ধানী বলে সমাজ কারণ মহিলাদের টার্গেট করা খুব সহজ , তাঁদের এরকম বলার আগে কেউ দ্বিতীয়বার ভাবেন না৷ Photo Courtesy- Instagram
advertisement
সুস্মিতার এই সমালোচনার ঝড়ে পড়ার সময় সাহসী সুস্মিতা নিজে জানিয়েছিলেন, ‘‘এটা দেখে খুব খারাপ লাগে যখন দেখি চারপাশের জগত দিনে দিনে কী রকম হয়ে যাচ্ছে৷ যাঁরা তথাকথিত বোদ্ধা তাঁরা যেন কীরকম একটা৷ মাঝেমধ্যে ফানি গসিপ নিয়ে নিজেদের অজ্ঞতা প্রকাশ করে দেন৷ যে আত্মীয়দের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে আমি কখনও দেখা করিনি তাঁরা সকলেও কোনও কিছু না জেনে না শুনে কীরকম আমার চরিত্র নিয়ে মন্তব্য করে যান৷ আমায় সোনার খোঁজে বলছেন যাঁরা তাঁরা জানেন না আমি সোনা নই হিরে পছন্দ করি৷ এখনও যেটা আমি নিজের রোজগারে কিনতে পারি৷ ’’ Photo Courtesy- Instagram