স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রঞ্জিতের প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে কয়েক মাস ধরে অবৈধ সম্পর্ক ছিল। গৃহবধূর স্বামী রমেশ বিশ্বাস কিছুদিন আগে ঘটনাটি জানতে পারেন। তারপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। প্রায়শই রমেশ রঞ্জিতকে সতর্ক করতে দেখা যেত, কখনও রাস্তায় বচসা, কখনও আবার প্রতিবেশীদের মধ্যস্থতায় বিষয়টি থেমে যেত। তবে শেষ পর্যন্ত সেই পরকীয়া সম্পর্কই রঞ্জিতের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল বলে অভিযোগ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
সূত্রের খবর, এদিন সকালে রঞ্জিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় রঞ্জিতকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দ্রুত থানায় খবর দেওয়া হয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই খুনে আর কেউ জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এবং সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ। এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়।
মৈনাক দেবনাথ