TRENDING:

Wife allegedly killed Husband: নেশায় মত্ত স্বামীকে রড, বল্লম দিয়ে মারধর করে থানায় ছুট স্ত্রীর, পরে ভয়ানক পরিণতি

Last Updated:

Wife allegedly killed Husband: রীতা আদক স্বামীর মৃত্যু পূর্ববর্তী ঘটনার বিবরণ দিয়ে বলেন, এদিন অত্যাচার সহ্য করতে না পেরে বেঁধে রেখে সামান্য মারধর করে থানায় বিষয়টি জানাতে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ‘মদ্যপ’ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীকে খুন! এমনই অভিযোগ উঠলো স্ত্রীর বিরুদ্ধে। মৃতের নাম সিন্টু আদক। ৫০ বছর বয়স। বাঁকুড়া সদর থানা এলাকার শ্যামদাসপুরের ঘটনা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement

পরিবার ও পুলিশ সূত্রে খবর, পেশায় মোটর গ্যারেজের কর্মী সিন্টু আদক প্রায়শই নেশা মত্ত অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রী রীতা আদকের উপর ব্যাপক অত্যাচার চালাতেন। এই অবস্থায় রীতা আদক তিন মেয়েকে নিয়ে সাত বছর ধরে ওই এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। এমনকি নিজে বিড়ি বেঁধে দৈনন্দিন সংসারের খরচ চালিয়ে তিন মেয়ের বিয়ে দেন।

advertisement

আরও পড়ুন: আরও চড়বে পারদ! পয়লা বৈশাখে আশঙ্কাবাণী হাওয়া অফিসের, আর কদিন গরমে হাঁসফাঁস জানেন! রইল লেটেস্ট ওয়েদার আপডেট

শুক্রবার বিকেলে সিন্টু আদক মত্ত অবস্থায় শ্বশুরবাড়িতে এসে ব্যাপক ভাঙচুর চালান। বিষয়টি জানতে পেরে রীতা আদক বাপের বাড়িতে পৌঁছে স্বামীকে রড, বল্লম দিয়ে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ। রীতা আদক স্বামী সিন্টু আদককে বেঁধে রেখে মারধর করে থানায় চলে যান অভিযোগ করতে। পরে বাড়ি ফিরে দেখেন স্বামী সিন্টু আদকের প্রাণ হারিয়েছেন।

advertisement

আরও পড়ুন: পাহাড়ি কুণ্ডে বাস নাগদেবীর, পূরণ করেন সব ইচ্ছা, জলে পড়লেও সেখানে ডোবে না কেউ!

খবর পেয়ে রাতে গ্রামে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পাশাপাশি রীতা আদককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

advertisement

রীতা আদক স্বামীর মৃত্যু পূর্ববর্তী ঘটনার বিবরণ দিয়ে বলেন, এদিন অত্যাচার সহ্য করতে না পেরে বেঁধে রেখে সামান্য মারধর করে থানায় বিষয়টি জানাতে যান। পরে বাড়ি ফিরে স্বামীর মৃত্যুসংবাদ পান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রিয়ব্রত গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wife allegedly killed Husband: নেশায় মত্ত স্বামীকে রড, বল্লম দিয়ে মারধর করে থানায় ছুট স্ত্রীর, পরে ভয়ানক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল