তেলে ভরপুর ভেনেজুয়েলা, তবু মুদ্রা এত দুর্বল কেন? জেনে নিন, সেখানে ১০ হাজার ভারতীয় টাকার মূল্য কত?
কাঁটা বেছে মাছ খেতে সমস্যা? চিনের বিজ্ঞানীরা বানালেন ‘ঝংকে নং ৬’ মাছ! পুষ্টিতে ভরপুর কাঁটাও নেই!
শুধু ফুলের প্রতিযোগিতাই নয়, পুষ্পায়নের ইতি মধ্যেই উদ্বোধন করা হয়েছে। প্রত্যহ পুষ্প প্রদর্শনী প্রাঙ্গণে আয়োজিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যে থাকবে ছবি আঁকা ও আলপনা প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা পাশাপাশি জেলাভিত্তিক কুইজ প্রতিযোগিতাও। উৎসবের আমেজেই শুরু করে সাড়ম্বরে আগামী বেশ কিছু দিন পালিত হবে এই আয়োজন। সুদূর কলকাতা থেকে আগত পর্যবেক্ষকদের নিখুঁত নজরে বিচার পর্ব শেষে নির্বাচিত হয় ‘বেস্ট ফ্লাওয়ার অফ দ্য শো’ সহ বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা। রঙ, গন্ধ আর সৃজনশীলতার এই মিলনমেলায় মুগ্ধ দর্শকরা। বহুদূরান্ত থেকে আসা মানুষদের ভিড়ই বলে দিচ্ছে—পুষ্পায়ন শুধু একটি প্রতিযোগিতা নয়, প্রকৃতিপ্রেমীদের এক মিলনক্ষেত্র।
advertisement