তিনি বলেন, “রবিবারই শেখ শাহজাহান আমার বাড়ির সামনে দিয়ে বাইক চালিয়ে গিয়েছিলেন। আমার সঙ্গে কথাও হয়েছে। সন্দেশখালি বিধানসভার মধ্যেই রয়েছেন শেখ শাহজাহান। যেহেতু উনি তৃণমূলের বিধানসভার আহ্বাহক তাই দলের সাংগঠনিক কাজ করছেন সন্দেশখালিতে বসেই। এমনই বিস্ফোরক মন্তব্য শোনা গেল বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার মুখে।
advertisement
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য় কর্মাধ্য়ক্ষ ছিলেন শাহজাহান। ইতিমধ্যেই সেই দায়িত্ব আপাতত নিজের হাতে নিয়েছেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এরইমধ্যে সোমবার আরও একটি বিস্ফোরক দাবি করেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তিনি জানিয়েছেন, শাহজাহান শেখ নাকি এলাকাতেই আছেন। ঠিক সময়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন। তাঁর আইনজীবীরা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও জানান সন্দেশখালির বিধায়ক।
জিয়াউল আলম