TRENDING:

Lottery : ১ কোটি টাকা জিতলেন লটারিতে, তার পর জয়ী ব্যক্তি যা করলেন...! হইচই পড়ে গেল

Last Updated:

Lottery Ticket- লটারিতে ১ কোটি টাকা পেয়েছেন এক ব্যক্তি। কিন্তু সেই ব্যক্তি টাকাই নিতে আসেননি আর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি: লটারিতে ১ কোটি টাকা পেয়েছেন এক ব্যক্তি। কিন্তু সেই ব্যক্তি টাকাই নিতে আসেননি আর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘিতে। এদিকে, দোকানের মালিক ওই ব্যক্তির আশায় দোকান সাজিয়েছেন, মিষ্টি নিয়েও বসে রয়েছেন। কিন্তু সেই ব্যক্তি আর আসেননি।
advertisement

এদিকে, এই ঘটনার কথা জানাজানি হতেই রায়দিঘির বিজয় হোটেলের সম্মুখে রাধা কৃষ্ণ লটারি সেন্টারের সামনে ভিড় জমিয়েছেন অনেকেই। রাত গড়িয়ে গেলেও ওই বিজয়ীকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। সূত্রের খবর, মা ভবতারিণী বিষ্ণুপুরের লটারি কাউন্টার থেকেই প্রথম খবর আসে ১ কোটির পুরষ্কারের টিকিটটি নিয়ে। এরপরই কপিল দেব নিশ্চিত করেন, ওই নম্বরের টিকিট তাঁর কাউন্টার থেকেই বিক্রি হয়েছিল।

advertisement

আরও পড়ুন- এসি চলবে, কিন্তু বিল আসবে ফ্যান চলার মতো! এসির ঘরে করতে হবে ‘ছোট্ট’ এই কাজ

এই ঘটনা নিয়ে রায়দিঘি-সহ গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কে সেই ভাগ্যবান বিজয়ী? কেন তিনি এখনও সামনে আসেননি? একদিকে আনন্দ, অন্যদিকে কৌতূহলের মধ্যেই কাটছে রায়দিঘির মানুষের সময়।

এ নিয়ে দোকানদার কপিল দেব জানিয়েছেন, “জয়ী ব্যক্তির খোঁজ চলছে, তিনি যেন নিরাপদে পুরস্কার সংগ্রহ করতে পারেন, সেটাই এখন প্রার্থনা।” কিন্তু কেন সেই ব্যক্তি এখনও আসেনি এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে এখন এই কথা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery : ১ কোটি টাকা জিতলেন লটারিতে, তার পর জয়ী ব্যক্তি যা করলেন...! হইচই পড়ে গেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল