শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর আরএমএস মাঠে প্রতিবছর দুর্গাপুজো করেন। আর রথের আগে হয় সেই পুজোর খুঁটি পুজো। রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক চেয়ারম্যানরা।
advertisement
বৈদিক মন্ত্র উচ্চারণ ও পুজোআরতির মধ্যে দিয়ে হয় এই দিনের খুঁটিপুজো। সমগ্র হুগলি জেলার মানুষ তথা জেলার বাইরের মানুষের কাছেও আরএমএস মাঠের এই পুজো খুবই আকর্ষণীয়। সাবেকিয়ানায় মোড়া এই পুজো দেখতে ভিড় যেমন কয়েক লক্ষ মানুষ। শ্রীরামপুর ৫ এবং ৬ এর পল্লী ব্যবসায়ী সমিতি এই পুজোকে মানুষজন আরএমএস মাঠের পুজো নামে চেনে।
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে গ্রহরাজ সূর্যের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৫ রাশির কপালে ‘জ্যাকপট’, ভাসবেন টাকার সাগরে, যা ছোঁবেন তাই সোনা
১১২-তম বছরে পদার্পণ করেছে এই দুর্গাপুজো। জেলার অন্যতম প্রাচীন সাবেকি পুজো শ্রীরামপুরের এই দুর্গোৎসব। এই বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এবারে পুজোর থিম কোনারকের সূর্য মন্দির। খুঁটিপুজোর মধ্যে দিয়েই ঢাকের কাঠি পড়ে গিয়েছে উৎসবের। পুজোর দিনগুলোতে উৎসাহ উদ্দীপনা যেমন থাকবে তেমনি পুজোর আগে থেকেই শুরু হয়ে যাবে তার প্রস্তুতি পর্ব। এই বছরের পুজোয় একাধিক চমক থাকবে বলেও জানান সাংসদ।
রাহী হালদার