TRENDING:

Hooghly News: ১১২-তম দুর্গাপুজোয় এবার বিরাট চমক শ্রীরামপুরে! আরএমএস মাঠের এবারের থিম কী?

Last Updated:

Hooghly News: রথের আগে খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করলেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর আরএমএস মাঠের এই বছরের দুর্গাপুজোর থিম কোনারকের সূর্য মন্দির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: রথের আগে খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করলেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর আরএমএস মাঠের এই বছরের দুর্গাপুজোর থিম কোনারকের সূর্য মন্দির। প্রতি বছরই শ্রীরামপুরের এই পুজো দেখতে ভিড় জমায় লক্ষ লক্ষ মানুষ। এই বছরও হবে না তার ব্যতিক্রম। এবছর রথের আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেল শ্রীরামপুর ৫ এবং ৬ এর পল্লীর ব্যবসায়ী সমিতির দূর্গা পূজার।
advertisement

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর আরএমএস মাঠে প্রতিবছর দুর্গাপুজো করেন। আর রথের আগে হয় সেই পুজোর খুঁটি পুজো। রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক চেয়ারম্যানরা।

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ শুরু…! মঙ্গল-কেতুর মিলনে বিপজ্জনক সংযোগ! ৩ রাশির জীবন ‘নরক’, দুর্ঘটনার সম্ভাবনা, আর্থিক ক্ষতি কাঙাল করবে এদের…

advertisement

বৈদিক মন্ত্র উচ্চারণ ও পুজোআরতির মধ্যে দিয়ে হয় এই দিনের খুঁটিপুজো। সমগ্র হুগলি জেলার মানুষ তথা জেলার বাইরের মানুষের কাছেও আরএমএস মাঠের এই পুজো খুবই আকর্ষণীয়। সাবেকিয়ানায় মোড়া এই পুজো দেখতে ভিড় যেমন কয়েক লক্ষ মানুষ। শ্রীরামপুর ৫ এবং ৬ এর পল্লী ব্যবসায়ী সমিতি এই পুজোকে মানুষজন আরএমএস মাঠের পুজো নামে চেনে।

advertisement

View More

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে গ্রহরাজ সূর্যের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৫ রাশির কপালে ‘জ্যাকপট’, ভাসবেন টাকার সাগরে, যা ছোঁবেন তাই সোনা

১১২-তম বছরে পদার্পণ করেছে এই দুর্গাপুজো। জেলার অন্যতম প্রাচীন সাবেকি পুজো শ্রীরামপুরের এই দুর্গোৎসব। এই বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এবারে পুজোর থিম কোনারকের সূর্য মন্দির। খুঁটিপুজোর মধ্যে দিয়েই ঢাকের কাঠি পড়ে গিয়েছে উৎসবের। পুজোর দিনগুলোতে উৎসাহ উদ্দীপনা যেমন থাকবে তেমনি পুজোর আগে থেকেই শুরু হয়ে যাবে তার প্রস্তুতি পর্ব। এই বছরের পুজোয় একাধিক চমক থাকবে বলেও জানান সাংসদ।

advertisement

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ১১২-তম দুর্গাপুজোয় এবার বিরাট চমক শ্রীরামপুরে! আরএমএস মাঠের এবারের থিম কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল