স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা বারোটা নাগাদ বারা গ্রামের উওরপাড়ার দীঘির জলে বেশ কিছু একটা ভেসে বেড়াচ্ছে। এরপরই এলাকাবাসী কৌতূহল বসত সেই দীঘির পাড়ে যান। সেখানে গিয়ে শিশুদের ভাসতে দেখেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
তড়িঘড়ি এলাকাবাসীদের তৎপরতায় সেই বাচ্চাদের উদ্ধার করা হয়।
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দীঘির পাড়ে খেলা করার সময় সবার অলক্ষে তারা দীঘির জলে পড়ে গিয়ে ডুবে যায়। একই গ্রামের তিনজন শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি -২ ব্লক প্রশাসনের কর্তারা।
পৌঁছায় নলহাটী থানার পুলিশ প্রশাসন।পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে ঘটল এই ঘটনা তার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।
সৌভিক রায়