মেলায় সোনাঝুরি হাটের ব্যবসায়ীরা রকমারি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন। বই কেনার পাশাপাশি হস্তশিল্পের সম্ভার দেখার সুযোগ পাবেন দর্শকেরা। প্রসঙ্গত, সারা রাজ্যের সব জেলায় একটিমাত্র বইমেলা হলেও হাওড়া জেলায় দু’টি বইমেলা হয় সরকারি উদ্যোগে।
বইমেলা কমিটির পক্ষ থেকে স্থানীয় স্কুল কলেজকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিবেকানন্দ বাণী মন্দিরের ছাত্র-ছাত্রী ,শিক্ষকরা এদিন মেলায় হাজির হয়েছিলেন | তাদের হাতে উপহার স্বরূপ ফুল,বই, টিফিন তুলে দেওয়া হয়। শুধু তাদের নয় মেলায় প্রথম দিন থেকে আসা অনেক ছাত্র -ছাত্রীদের হাতে এই উপহার তুলে দেওয়া হয় বলে জানালেন উলুবেড়িয়া পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তথা উলুবেড়িয়া বইমেলা কমিটির সদস্য সন্তু পাল।
advertisement
বইমেলায় এসে মেলা ঘুরে বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার দেখে, মেলা থেকে উপহার পেয়ে স্বভাবতই খুশি কচি-কাচারা। পড়ুয়াদের আমন্ত্রণের জন্য এবং তাদের এত সুন্দর করে মেলায় ঘুরে দেখানোর জন্য বইমেলা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন বিবেকানন্দ বাণী মন্দিরের শিক্ষিকা কৃষ্ণা মিশ্র।