TRENDING:

'কর্মফল ভুগছেন শোভন', সাফ বললেন শ্বশুর দুলাল দাস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মহেশতলার বিধায়ক, শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর ৷ মন্ত্রিত্ব খোয়ানোর পর মুখ খুললেন তিনি ৷ প্রায় দেড় বছর তাঁদের সম্পর্ক তলানিতে ৷ মেয়ে রত্নার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পথে ৷ পদত্যাগের পরই মুখ খুললেন দুলালবাবু ৷ তিনি জানালেন, যা কর্ম করেছে তারই ফল পেয়েছেন শোভন ৷ একইভাবে তাঁর মেয়ে তথা শোভেনের স্ত্রী যেভাবে শোভনের নতুন বন্ধুত্বের দিকে আঙুল তুলেলেন, তিনিও একই কথা বললেন ৷
advertisement

তিনি জানালেন যে ব্যক্তিগত সম্পর্কের ফলে কাজে ক্ষতি হচ্ছিল শোভন চট্টোপাধ্যায়ের ৷ 'মুখ্যমন্ত্রী বহুবার বোঝাবার চেষ্টা করেছেন তা সত্বেও বোঝেনি। কাজ না করলে দল রাখবে কেন', সাফ বক্তব্য দুলাল দাসের ৷ 'ব্যক্তিগত জীবনের স্ক্যান্ডালের জন্য যা পরিণতি হবার তাই হয়েছে। এবার যদি চৈতন্য ফেরে। সে এখনো আমার জামাই, আজকের সিদ্ধান্তে ভালো লাগছেনা কিন্তু খারাপও লাগছেনা'। স্পষ্ট জানিয়েছেন মহেশতলার বিধায়ক দুলাল দাস ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন 'দেড় বছরে অনেক নতুন বন্ধু ওঁর জীবনে এসেছে, তাই এই পরিণতি', প্রতিক্রিয়া শোভন-পত্নী রত্নার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'কর্মফল ভুগছেন শোভন', সাফ বললেন শ্বশুর দুলাল দাস